গাজীপুরে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জন শ্রমিকের নিহতের ঘটনায় শোক প্রকাশ ও দায়ীদের শাস্তি দাবি করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল রবিবার সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের শাস্তি দাবি করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কারখানায় অগ্নিকাণ্ডে একের পর এক শ্রমিকের মৃত্যু ঘটছে। কেরানীগঞ্জের অগ্নিকাণণ্ডের রেশ না মিটতেই গাজীপুরের অগ্নিকাণ্ড প্রমাণ করে শ্রমিকদের জীবন কত নিরাপত্তাহীন। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না করার দায় শালিক এবং কর্তপক্ষ কোনভাবেই এড়াতে পারে না।
নেতৃবৃন্দ অগ্নিকাণণ্ডের জন্য দায়ী মালিক, কর্তব্য অবহেলার জন্য দায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নেতৃবৃন্দ নিহত শ্রমিকদের পরিবারবর্গকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, অগ্নিদগ্ধ ও আহত শ্রমিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান করাসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।