বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা কমরেড খালেকুজ্জামান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়েছেন।
শুক্রবার আমাদের বাণীতে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এই দাবি করেন।
বিবৃতিতে কমরেড খালেকুজ্জামান বলেন, প্রথম আলোয় প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ডের প্রতিবেদনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি জেনে আমরা উদ্বিগ্ন। এ নিয়ে তর্ক-বিতর্ক, পক্ষ-বিপক্ষ অবলম্বনের অসুস্থ ধারাবাহিকতা পরিহার করে তাঁকে তাঁর সন্তুটি বিবেচনায় রেখে বোর্ড পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসা দেয়া জরুরি বলে আমরা মরে করি। সরকার ও সংশ্লিষ্ট মহল এ বিষয়ে মনযোগি হয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি।