করোনা হটস্পটে গার্মেন্ট চালু করায় গভীর উদ্বেগ প্রকাশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

ডেস্ক রিপোর্ট, ঢাকা;  করোনা হটস্পটে গার্মেন্ট চালু করা এবং গার্মেন্টস শ্রমিকদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ-উৎকন্ঠা প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ।

আজ শনিবার (০২ মে ২০২০) বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের পক্ষ থেকে আজ প্রদত্ত এক বিবৃতিতে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ-উৎকন্ঠা প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে গার্মেন্টস মালিকেরা যেন শ্রমিকদেরকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছে। করোনা সংক্রমনের হটস্পটগুলোতে অপরিকল্পিত ও স্বেচ্ছাচারীভাবে গার্মেন্টস কারখানা চালু করে লক্ষ লক্ষ শ্রমিককে মৃত্যু ঝুঁকির মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যে কেবল ঢাকাতেই ৪০ জনের বেশী গার্মেন্টস শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন।

বিবৃতিতে বলা হয় অধিকাংশ গার্মেন্টস কারখানাতেই সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুযায়ী ব্যক্তিগত সুরক্ষার কোন ব্যবস্থা নেই। কারখানাসমূহের অভ্যন্তরে শারীরিক দূরত্ব বজায় রাখারও কোন পরিবেশ নেই। বিবৃতিতে বলা হয়, এই অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের জীবনাশংকা দেখা দিলে তার দায়দায়িত্ব মালিক ও সরকারকেই বহন করতে হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশে করোনা সংক্রমনের মারাত্মক বিস্তারের মুখে করোনার পরীক্ষা ও চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা গড়ে ওঠেনি। এখন পর্যন্ত করোনা চিকিৎসায় চরম বেহাল দশা, বিশৃঙ্খলা ও সমন্বয়হীনতা বিদ্যমান। অনতিবিলম্বে এই পরিস্থিতির অবসান ঘটাতে না পারলে গোটা দেশেই করোনা মহামারী ভয়াবহ আকার বিস্তৃত হবে। বিবৃতিতে দুর্যোগ মোকাবেলায় জরুরী ভিত্তিতে ডাক্তার, নার্স, সেবাকর্মী নিয়োগ, ফিল্ড হাসপাতাল তৈরী, করোনার র‌্যাপিড টেস্ট পরীক্ষাসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিবৃতিতে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে পাঁচজন পুলিশ সদস্যসহ মৃত্যুবরণকারীদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

রাজনৈতিক পরিষদের সভায় আশুলিয়ার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য শ্রমিকনেতা অরবিন্দু বেপারী বিন্দুকে মেরে ফেলারহুমকি প্রদানকারী আইডিয়াল কলেজ ফোরাম লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মেজবাহউদ্দিনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয় শ্রমিকের পক্ষে দাঁড়ানোর জন্যই অরবিন্দু বেপারী বিন্দুকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/পিপিএ 

Check Also

দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান। কভিড-১৯ …