করোনা সম্পর্কে এখনও অনেক কিছু অজানা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আমাদের বাণী ডেস্ক, ঢাকা;  করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ সম্পর্কে এখনো অনেক কিছু জানার আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গতকাল বুধবার (১০ জুন ২০২০)  অনলাইনে ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান ড. তেদ্রোস আধানম গেব্রিয়াসুস এমন মন্তব্য করেন বলে জানিয়েছে ইউএন নিউজ।

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘নতুন একটি ভাইরাসের মানে হচ্ছে আমরা যতদূর সম্ভব শিখছি। করোনার ব্যাপারেও আমরা বহু কিছু জেনেছি। তবে এখনো এ ব্যাপারে অনেক কিছুই আমাদের জানা নেই।’ নতুন একটি ভাইরাসকে রিয়েল টাইমে আয়ত্ত করা সহজ নয়। তবে আমরা বিশ্বাস করি, এটা বিশ্ববাসীর প্রতি আমাদের দায়িত্বের অংশ।’

তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম থেকেই আমরা বলে আসছি উপসর্গবিহীন ব্যক্তিরাও করোনা সংক্রমণ ঘটাতে পারে। তবে এর মাত্রা প্রতিষ্ঠার জন্য আমাদের আরও গবেষণা প্রয়োজন।’

‘এখন পর্যন্ত আমরা যা জানি তা হচ্ছে, উপসর্গ বা লক্ষণযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা, বিচ্ছিন্নকরণ ও পরীক্ষা করা এবং তাদের সঙ্গে সম্পর্কিতদের খোঁজ করে তাদেরও আইসোলেশনে রাখা, এগুলোই সংক্রমণ বন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়’ যোগ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১০   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭  জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১০১২  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০  জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৫৬৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৯৪টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৯০ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫৬০টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।’

আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ 

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …