ডেস্ক রিপোর্ট, ঢাকা; শ্রীলঙ্কায় দেশজুড়ে সরকারি স্কুলসমূহ আবারো বন্ধের নির্দেশ দিয়েছে। এক সপ্তাহ আগে স্কুলসমূহ খুলে দেয়া হয়েছিল। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার নতুন করে এ নির্দেশ দেয়া হয়।
দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৬শ ১৭ জন। মারা গেছে ১১ জন। কিন্তু দেশটির সেনা প্রধান শভেন্দ্র সিলভাস বলেছেন, গত সপ্তাহে রাজধানীর কাছে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রের ১১শ বাসিন্দার প্রায় অর্ধেকই করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে।
দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনার ওপর ভিত্তি করে চলতি সপ্তাহে স্কুলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতে আরো বলা হয়েছে, বেসরকারি কলেজসমূহকেও বন্ধে উৎসাহিত করা হয়েছে। আগামী সপ্তাহে পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সূত্র; বাসস