অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে মরিয়া হয়ে উঠেছে পুরো বিশ্ব। ভ্যাকসিন আবিষ্কার হলে সর্বোচ্চ দরদাতা অর্থাৎ সর্বোচ্চ দামে যিনি কিনতে পারবেন তিনি নন, বরং যার প্রয়োজন তাকেই দেওয়া উচিত বলে মনে করেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির খবরে বলা হয়, গত শনিবার আন্তর্জাতিক এইডস সোসাইটি আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন বিল গেটস।
বিল গেটস বলেন, ‘যদি আমরা ওষুধ আর ভ্যাকসিন যে জায়গায় সর্বাধিক প্রয়োজন, সেখানে না দিয়ে সর্বোচ্চ দরদাতাকে দেই, তবে এই মহামারি আরও দীর্ঘ হবে এবং তা গুরুতর অন্যায় হবে। বিতরণের ক্ষেত্রে আমাদের বৈশ্বিক নেতাদের প্রয়োজন, যারা সমতার ভিত্তিতে বণ্টনে কঠোর সিদ্ধান্ত নিতে পারবেন। বাজারভিত্তিক বণ্টন করবেন না।’
করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে বিশ্বের অনেক দেশ ও সংস্থা কাজ করে যাচ্ছে। তবে ভ্যাকসিন আবিষ্কার হলে তা হয়তো উন্নয়নশীল দেশগুলোর তুলনায় ধনী দেশগুলোই আগে পাবে। এ সম্মেলনে করোনা ভ্যাকসিন বিনা মুনাফায় সবার জন্য বিবেচনা করার জন্য আহ্বান জানানো হয়।
আমাদের বাণী ডট কম/১৩ জুলাই ২০২০/পিপিএম