Breaking News

করোনা আক্রান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ডেস্ক রিপোর্ট, ঢাকা; প্রাথমিক উপসর্গ থাকায় করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি করোনাভাইরাস ‘পজিটিভ’ শনাক্ত হয়েছেন। নিজেই টুইট করে এ তথ্য জানিয়েছেন তিনি।

টুইটে অমিত শাহ লিখেছেন, ‘প্রাথমিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিক অবস্থা ভাল আছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়েছি।’

তার সংস্পর্শে আসা লোকজনদের উদ্দেশে অমিত লিখেছেন, ‘গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের সবাইকে আইসোলেশনে থাকতে এবং পরীক্ষা করাতে অনুরোধ করছি।’

টাইমস অব ইন্ডিয়ার খবরেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন। তার সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আমাদের বাণী ডট কম/০২ আগস্ট ২০২০/পিপিএম

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …