করোনায় মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় স্থানে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা;  ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বে করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর তালিকায় উঠে এসেছে ব্রাজিল। ওয়াল্ডোমিটার্সের হিসেবে, দেশটিতে এ পর্যন্ত ৪১ হাজার নয় শ’ একজন মারা গেছেন।

ব্রাজিলে শুক্রবার ৯০৯ জন মারা গেছেন। দেশটিতে ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে আক্রান্ত হয়েছে আট লাখ ২৮ হাজার ৮১০ জন। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সংখ্যা এর ১০ থেকে ১৫ গুণ বেশি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী প্রায় এক লাখ ৪১ হাজার মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা বিশ্বব্যাপী একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড।

এই রেকর্ড সংখ্যা গত তিনদিন ধরে একের পর এক ছাড়িয়ে যাচ্ছে। এর আগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল গত বৃহস্পতিবার, এদিন প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। তার আগের দিন গত বুধবার প্রায় এক লাখ ৩৬ হাজার মানুষের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বুধবারের আগে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী ধরা পড়ে গত ৪ জুন। সেদিন এক লাখ ৩০ হাজার ৫০৪ জন রোগীর শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

এ ছাড়া গতকাল শুক্রবার একদিনে বিশ্বব্যাপী মারা গেছেন ৪ হাজার ৬০৩ জন। যা গত কয়েকদিনের তুলনায় স্থিতিশীল সংখ্যা। বিশ্বব্যাপী একদিনে করোনায় সর্বোচ্চ মৃতের রেকর্ড তৈরি হয় গত ১৭ এপ্রিল। এ দিন ৮ হাজার ১৯৭ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ২১ লাখ ১৭ হাজারের বেশি এবং মৃতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮৩১ জন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৯০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৭৩ হাজার ৩২২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৭১ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৬ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৯৫ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৭ হাজার ২৫০ জন।

আমাদের বাণী ডট কম/১৩ জুন ২০২০/ডিএ 

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …