করোনায় প্রাণ গেল আমাজনের প্রভাবশালী আদিবাসী নেতার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা;  প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজনের প্রভাবশালী আদিবাসী এক নেতা। পাউলিনহো পাইয়াকান নামে এই নেতা কায়াপো জনগোষ্ঠীর লোক ছিলেন। আমাজনের আদিবাসীদের রক্ষায় বেশ সুনাম কুড়িয়েছিলেন এই নেতা। এমনটাই জানিয়েছে বিবিসি।

  • গতকাল বুধবার ব্রাজিলের পারা প্রদেশের উত্তরাঞ্চলের একটি হাসপাতালে তিনি মারা যান। ওই অঞ্চলে করোনা মহামারির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আদিবাসী গোষ্ঠীগুলো।

৮০’র দশকে সর্বপ্রথম আন্তর্জাতিক নজরে আসে ৬৫ বছর বয়সী পাউলিনহো পাইয়াকান। সে সময় তিনি বিশ্বের তৃতীয় বৃহত্তম ড্যাম প্রজেক্ট হাইড্রোলেক্ট্রিকের বিরুদ্ধে লড়েছিলেন। এটি ছিল আমাজনে ব্রাজিলের সবচেয়ে বড় হাইড্রোলেক্ট্রিক প্রজেক্ট। ১৯৯৮ সালে তার বিরুদ্ধে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। এ ঘটনায় তার স্ত্রীকেও দোষী সাব্যস্ত করা হয়।

  • তবে এই আদিবাসী নেতার সহযোগীদের অভিযোগ, পাইয়াকানের সুনাম নষ্ট করতে এবং আমাজন রক্ষায় তার তৎপরতাকে থামিয়ে দিতেই এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল তাকে।

পরিবেশবাদী সংগঠন প্লানেট আমাজনের প্রতিষ্ঠাতা গের্ট-পিটার ব্রুখ বলেন, ‘আমাজন রক্ষার আন্দোলনকে কেন্দ্র করে পুরো পৃথিবীর আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে পুরো জীবন ব্যয় করেছেন পাইয়াকান। তিনি তার সময় থেকেও এগিয়ে ছিলেন। আমরা প্রকৃত অর্থেই তার মতো পথপ্রদর্শক হারালাম।’

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৮   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩৪৩  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩হাজার ৮০৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২ জনে।‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৭৫ জন। মোট সুস্থ হয়েছে ৪০ হাজার ১৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের  মধ্যে  ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন,ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৪ জন এবং বাসায় ১৮ জন মারা গেছে

আমাদের বাণী ডট কম/১৮  জুন ২০২০/পিপিএম 

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …