করোনায় পাকিস্তানের দুই এমপির মৃত্যু

আমাদের বাণী ডেস্ক, ঢাকা; মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানে দুই সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। পাশাপাশি দেশটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ হাজার ৭৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৮২ জন।

  • বিবিসি বলছে, পাকিস্তানে বুধবার দুইজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের একজন হলেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের আইন প্রণেতা। ৬৫ বছর বয়সী ওই সংসদ সদস্যের নাম মিয়া জামশেদ দিল কাকাখেল। অপরজন হলেন, পাঞ্জাব প্রদেশের শওকত মানজুর চীমা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, পাকিস্তানে এ পর্যন্ত ৮৫ হাজারের বেশি লোক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৭৭০ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩০ হাজারের বেশি।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৭৮১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪২৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭ হাজার ৫৬৩ জনে।৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৮৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৪টি। আক্রান্তের হার ১৯.০৯ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ১৬১ জন। সুস্থতার হার ২১.১৩ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৬ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ২৯ জন ও নারী ছয়জন। এদের মধ্যে ঢাকা বিভাগের ২২ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, সিলেট বিভাগের একজন, রাজশাহী বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন। বয়স বিশ্লেষণে জানা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১-৪০ একজন, ৪১-৫০ তিনজন, ৫১-৬০ ১৪ জন, ৬১-৭০ ১১ জন, ৭১-৮০ দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। হাসপাতালে মারা গেছেন ২২ জন, বাড়িতে ১২ জন ও হাসপাতালে আনার পথে একজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৩৮৬ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ১৩০ জনকে।

আমাদের বাণী ডট কম/০৪ জুন ২০২০/সিসিপি

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …