ডেস্ক রিপোর্ট, ঢাকা; প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বিপর্যস্ত ব্রাজিল। দেশটিতে প্রায় প্রতিদিনই উদ্বেগজনকহারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া হিসেব অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩০৫ জন। এ নিয়ে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৭ হাজার ৬৫৫জন।
অপরদিকে একদিনেই মারা গেছে ১ হাজার ২৫৪ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৮৬৮ জন।
এদিকে, ব্রাজিলে (মঙ্গলবার দেয়া বিবৃতিতে) একদিনের আক্রান্তের তালিকায় স্থান পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোও। ওইদিনই টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি নিজেই এ কথা নিশ্চিত করেছেন।
গত রোববার বোলসোনারোর শরীরে অনেক তাপমাত্রা এবং অন্যান্য উপসর্গ দেখা দেয়ায় সোমবার চতুর্থবারের মতো নমুনা পরীক্ষা করান। মঙ্গলবারই এর রিপোর্ট দেয়া হয়েছে। এরপর ফলাফলে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
প্রসঙ্গত, করোনা সংকটের শুরু থেকেই নানা সময় এই ভাইরাস নিয়ে তীর্যক মন্তব্য করে করে আলোচিত-সমালোচিত ছিলেন বোলসোনারো। তার সঙ্গে মত বিরোধের কারণে ব্রাজিলের দুই জন স্বাস্থ্যমন্ত্রীও এরই মধ্যে পদত্যাগ করেছেন।
আমাদের বাণী ডট কম/০৮ জুলাই ২০২০/পিপিএম