কবিরহাট উপজেলা বাসীকে নৌকার পক্ষে থাকতে বললেন ওবায়দুল কাদের

গতকাল ২৭ জুলাই রোজ শনিবার বিকাল ৪ টায় ঢাকায় হোটেল ইম্পেরিয়াল এ বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী,  জনাব ওবায়দুল কাদের এমপি এবং নোয়াখালী জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক, নোয়াখালী ৪ আসন থেকে তিন তিন বারের নির্বাচিত সংসদ সদস্য,  জনাব একরামুল করিম চৌধুরী এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলের স্বার্থে, বিভিন্ন সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির   স্বার্থে  জেলা আওয়ামীলীগ কর্তৃক নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিষদ আলোচনা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি  ,  একরামুল করিম চৌধুরী  এমপির  নেওয়া বিভিন্ন দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড সুচারু রুপে পরিচালনার জন্য একজন যোগ্য ও দক্ষ সংগঠক হিসেবে একরামুল করিম চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন। দলের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একরাম চৌধুরী কোন ভুল করেন না, এই কথাও বলেন জনাব ওবায়দুল কাদের এমপি।এ সময় তিনি আরোও বলেন যারা দলীয় সিদ্ধান্তের বাইরে যাবে তাদের জন্য কঠিন সাংগাঠনিক ব্যাবস্থা গ্রহন করা হবে।

এবং সব শেষে তিনি  কবিরহাট উপজেলা বাসীকে নৌকার পক্ষে অবস্থান নিয়ে কাজ কারার কথা  বলেন ।

আমাদের বাণী/ আ-আ-মা

Check Also

দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান। কভিড-১৯ …