এশিয়া মহাদেশ- ২

এশিয়া মহাদেশ- ২

প্রশ্নঃ ‘ক্যাম্প ডেভিড চুক্তির উদ্যোক্তা কে ছিলেন?

– জিমি কার্টার

প্রশ্নঃ ক্যাম্প ডেভিড স্থানটি কোথায় অবস্থিত?

– যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে

প্রশ্নঃ ইসরাইল ও PLO স্বায়ত্তশাসন চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

– ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর

প্রশ্নঃ এই পর্যন্ত কতবার ‘আল-ইসরাই যুদ্ধ সংঘটিত হয়?

– ৪ বার (১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭, ১৯৭৩)

প্রশ্নঃ প্রথম কত সালে ‘আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়?

– ১৯৪৮ সালে (ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা ঘোষণার কারণে)

প্রশ্নঃ ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধ’-এর স্থায়িত্ব ছিল কত দিন?

-৬ দিন

প্রশ্নঃ আরব বিশ্ব তেল অস্ত্র বা তেল অবরােধ করেছিল

– ১৯৭৩ সালে।

প্রশ্নঃ ওয়াফা’ কী?

– ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা

প্রশ্নঃ ইন্তিফাদা কী?

– ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আন্দোলন
বা বিপ্লবকে “ইন্তিফাদা’ বলে

প্রশ্নঃ “মােসাদ’ কী?

– ইসরাইলের গােয়েন্দা সংস্থা

প্রশ্নঃ আমান কী?

– ইসরাইলের সেনা গােয়েদা সংস্থা

প্রশ্নঃ ইহুদিবাদ আন্দোলনের প্রবা কে?

– গুড়ের হার্জল

প্রশ্নঃ কার নেতৃত্বে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়?

– ডেভিড বেনগুরিনের নেতৃত্বে

প্রশ্নঃ ইসরাইল রাষ্ট্রের জন্ম হয় কবে?

– ১৯৪৮ সালের ১৪ মে।

প্রশ্নঃ কিসের ভিত্তিতে ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়?

– ১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে।

প্রশ্নঃ ১৯১৭ সালের বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য কী ছিল?

-ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা।

প্রশ্নঃ ইসরাইল কবে জেরুজালেম দখল করে নেয়?

– ১৯৬৭ সালের ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের মাধ্যমে

প্রশ্নঃ ইসরাইল কবে পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী ঘােষণা করে?

– ১৯৮৮ সালে (১৯৮৮ সালের ইরাক-ইরানের যুদ্ধের সুযােগে)

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্র কবে ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়?

– ২০১৭ সালের ৬ ডিসেম্বর।

প্রশ্নঃ জেরুজালেম নগরীকে কেন্দ্র করে কোন সভ্যতা গড়ে ওঠেছিল?

– হিব্রু সভ্যতা

প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি?

– হিব্রু ভাষা
(আর বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ভাষা হলাে চীনের মান্দারিন বা চৈনিক ভাষা এবং বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার হলো- মেসােপটেমীয় সভ্যতা)

প্রশ্নঃ বিশ্ব ঐতিহ্য White City কোথায় অবস্থিত?

– ইসরাইলের তেল আবিবে।

প্রশ্নঃ Deal of the Century’ বা ‘শতাব্দীর সেরা চুক্তি’ কীসের সাথে সম্পর্কিত?

– নতুন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন।

প্রশ্নঃ Deal of the Century’ বা ‘শতাব্দীর সেরা চুক্তি’-এর মূল পরিকল্পনাকারী কে?

– মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

প্রশ্নঃ ইসরাইল কবে সিরিয়ার গােলান মালভূমি দখল করে নেয়?

– ১৯৬৭ সালের ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের মাধ্যমে

প্রশ্নঃ “গােলান মালভূমি নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরােধ রয়েছে?

– ইসরাইল ও সিরিয়ার মধ্যে

প্রশ্ন: গােলান মালভূমি কোন দেশে অবস্থিত?

উত্তরঃ সিরিয়ায়।

প্রশ্ন: সভ্যতার সূতিকাগার বলা হয় কোন দেশকে?

উত্তরঃ সিরিয়াকে।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে প্রাচীন শহর কোনটি?

উত্তরঃ সিরিয়ার রাজধানী দামােস্কো।

প্রশ্ন : “মরুর মুক্তা হিসেবে পরিচিত কোনটি?

উত্তরঃ সিরিয়ার পালমিরা শহর।

প্রশ্নঃ পালমিরা শহরটি কেন বিখ্যাত?

উত্তরঃ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য। এটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্য (World Heritage)

প্রশ্ন: কোথায় বিশ্বের প্রথম বর্ণমালা পাওয়া যায়?

উত্তরঃ সিরিয়ার উগারিটে।

প্রশ্নঃ সিরিয়ার ক্ষমতাসীন দলের নাম কী?

উত্তরঃ আরব সোস্যালিস্ট বাথ পার্টি।

প্রশ্ন: সিরিয়াতে কত বছর জরুরি অবস্থা বিদ্যমান?

উত্তরঃ ৫০ বছরেরও বেশি সময় ধরে (১৯৬৩ সালে সিরিয়ায় বাথ পার্টি ক্ষমতায় আসার পর থেকেই জরুরি অবস্থা বলবৎ রয়েছে)।

প্রশ্নঃ সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয় কবে?

উত্তরঃ ২০১১ সালে।
(আর আরব বসন্ত শুরু হয় ২০১০ সালে।)

প্রশ্ন সিরিয়ার সংবাদ সংস্থার নাম কি?

উত্তরঃ সিরিয়ান আরব নিউজ এজেন্সি (SANA)।

প্রশ্নঃ ফ্রি সিরিয়ান আর্মি (Free Syrian Army) কী?

উত্তরঃ ২০১১ সালে সিরিয়া সেনাবাহিনী থেকে দলত্যাগী সৈন্যদের নিয়ে গঠিত সিরিয়ার সরকার বিরােধী বাহিনী।

প্রশ্নঃ  আলােচিত ‘আলেপ্পো শহরটি কোন দেশের?

উত্তরঃ সিরিয়ার ।

প্রশ্নঃ সিরিয়ার আলোচিত শহরগুলাের নাম কী?

উত্তরঃ দামেস্কো, রাক্কা, হােমস, হামা, ইদলিব ইত্যাদি।

প্রশ্নঃ ইরানের প্রাচীন কী ছিল?

উওরঃ পারস্য।

প্রশ্নঃ পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক কে ছিলেন?

উওরঃ সম্রাট দারিয়ুস।

প্রশ্ন : জরথুস্ট্রবাদ” কী?

উত্তরঃ প্রাচীন পারস্যের একটি ধর্ম।

প্রশ্নঃ ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তরঃ ১৯৭৯ সালে।

প্রশ্ন কোন শাসকের পতনের মধ্য দিয়ে ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়/ ইসলামি বিপ্লব ঘটে?

উত্তরঃ মােহাম্মদ রেজা পাহলভি।

প্রশ্ন ইসলামি বিপ্লবের অগ্রনায়ক বলা হয় কাকে?

উত্তর আয়াতুল্লাহ রুহুল্লাহ খােমেনি।

প্রশ্ন ইরানের সর্বশেষ তথা বর্তমান সংবিধান গৃহীত হয় কবে?

উত্তর ১৯৭৯ সালে।

প্রশ্ন প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?

উত্তর  ৪ বছর।

প্রশ্ন ইরানের সকল নির্বাচনের আয়ােজন করেন কে?

উত্তর : স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।

প্রশ্নঃ আবু মুসা দ্বীপ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরােধ রয়েছে?

উত্তরঃ ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। এটি পারস্য উপসাগরে অবস্থিত।
বর্তমানে আবু মুসা দ্বীপটি ইরানের মালিকানায় রয়েছে।

প্রশ্ন : কার মাধ্যমে বাগদাদ নগরীর পতন ঘটে/ কে বাগদাদ নগরী ধ্বংস করেন?

উত্তরঃ হালাকু খান।

প্রশ্ন : হালাকু খান কত সালে বাগদাদ নগরী ধ্বংস করেন?

উত্তরঃ ১২৫৮ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ ইরাক ও ইরানকে পৃথক করেছে কোন নদী?

উত্তরঃ শাত-ইল-আরব নদী।

প্রশ্নঃ ইরাক-ইরান যুদ্ধের মূল কারণ কী ছিল?

উত্তরঃ  শাত-ইল-আরব নদীর জলসীমা নিয়ে বিরােধ।

প্রশ্নঃ ইরাক-ইরান যুদ্ধ হয় কখন?

উত্তরঃ ১৯৮০-১৯৮৮

প্রশ্নঃ ইরাক-ইরান যুদ্ধ বিরতিতে অংশগ্রহণকারী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মিশনের নাম কী?

উত্তরঃ UNIIMOG।

প্রশ্নঃ বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘের কোন শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণ করে?

উত্তরঃ UNIIMOG

প্রশ্নঃ বাংলাদেশ সর্বপ্রথম কত সালে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণ করে?

উত্তরঃ ১৯৮৮ সালে (ইরাক-ইরান যুদ্ধের সময়)।

প্রশ্নঃ ‘উপসাগরীয় যুদ্ধ হয়েছিল কার কার মাঝে?

উত্তরঃ ইরাক ও কুয়েতের মাঝে।

প্রশ্নঃ ইরাক কুয়েত দখল করে নিয়েছিল কবে?

উত্তরঃ ১৯৯০ সালে।

প্রশ্নঃ ইরাক কুয়েত থেকে সৈন্য প্রত্যাহার করে কবে?

উত্তরঃ ১৯৯১ সালে।

প্রশ্নঃ প্রথম উপসাগরীয় যুদ্ধ শুরু হয় কোন কখন?

উত্তরঃ ১৯৯০ সালে।

প্রশ্নঃ প্রথম উপসাগরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয় কবে?

উত্তরঃ ১৯৯১ সালে।

প্রশ্নঃ উপসাগরীয় যুদ্ধে মিত্রবাহিনী কবে ইরাকের ওপর বিমান হামলা চালায়?

উত্তর : ১৯৯১ সালে।

প্রশ্ন: ইরাক জাতিসংঘের সকল শর্ত মেনে কুয়েত থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয় কবে?

উত্তর : ১৯৯১ সালে।

প্রশ্ন: অপারেশন ডেজার্ট স্টর্ম” কী?

উত্তর : ১৯৯১ সালে বহুজাতিক বাহিনী কর্তৃক ইরাকের বিরুদ্ধে পরিচালিত হামলা।

প্রশ্নঃ অপারেশন ইরাকি ফ্রিডম কী?

উত্তরঃ ২০০৩ সালে ইরাকে ইঙ্গ-মার্কিন হামলার সাংকেতিক নাম।

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে কবে?

উত্তর: ২০ মার্চ ২০০৩।

প্রশ্নঃ ইরাক যুদ্ধের সময়কাল কত?

উওরঃ ২০০৩ সালের ২০ মার্চ থেকে ২০১১ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত।

প্রশ্ন: ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র কর্তৃক ব্যবহৃত বহুল আলােচিত ক্ষেপণাস্ত্রের নাম কী?

উত্তরঃ প্যাট্রিয়ট।

প্রশ্নঃ সাদ্দাম হােসেনকে ফাঁসি দেওয়া হয় কবে?

উত্তর: ২০০৬ সালে।

প্রশ্ন: ইরাকের প্রেসিডেন্ট কোন সম্প্রদায় থেকে নির্বাচিত হয়?

উত্তর: কুর্দি।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

জাতিপুঞ্জ

জাতিপুঞ্জ জাতিপুঞ্জঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার যুক্তরাষ্টের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson) কে …