এশিয়া মহাদেশ বিষয়ক প্রশ্ন

এশিয়া মহাদেশ

আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?

– চীন

আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?

– মালদ্বীপ

জনসংখ্যায় এশিয়ার তথা বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ

– চীন

আয়তনে চীন বিশ্বের

– ৪র্থ বৃহত্তম দেশ।

জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ

– মালদ্বীপ

এশিয়ার দীর্ঘতম নদী

– চীনের ইয়াংসিকিয়াং নদী

চীনের সর্বশেষ রাজা/সম্রাটের নাম কী ছিল?

– সম্রাট লুই

চীনের রাজাদের কী বলা হত?

– Son of God

কত সালে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

– ১৯৪৯ সালে

চীনের কমিউনিস্ট বিপ্লব’-এর নেতৃত্ব দেন কে?

– মাও সে তুং

চীনে কমিউনিস্ট বিপ্লব সংঘটিত হয় কবে?

-১৯৪৯ সালে।

বর্তমান ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টি কত সালে চীনের ক্ষমতাগ্রহণ করে?

– ১৯৪৯ সালে

বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম কী?

– চীনা কমিউনিস্ট পার্টি

সাংস্কৃতিক বিপ্লব’ কোথায় সংঘটিত হয়?

– চীনে

চীনে কত সালে সাংস্কৃতিক বিপ্লব’ সংঘটিত হয়?

– ১৯৬৬ সালে, মাও সে তুং এর নেতৃত্বে।

চীনের মুদ্রার নাম কী?

– ইউয়ান।

দালাইলামা কোন দেশের ধর্মীয় নেতা?

– চীনের

তিব্বত প্রদেশের কনফুসিয়াস কে ছিলেন?

– চীনা দার্শনিক

ফালুন গং কী?

– চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন

উইঘর কী?

– চীনের একটি মুসলিম সম্প্রদায়। তারা চীনের জিনজিয়াং প্রদেশে বাস করে।

বিশ্বে প্রথম কোথায় কাগজ আবিষ্কৃত হয়েছিল?

– চীনে

একদেশে দুই নীতি চালু হয় কোথায়?

– চীনে

চীনে একদেশে দুই নীতি চালু হয় কবে?

– ১৯৯৭ সালে

হংকং কবে চীনের সঙ্গে একত্র হয়?

– ১৯৯৭ সালে

পর্তুগাল কবে ‘ম্যাকাও দ্বীপ’ চীনের নিকট হস্তান্তর করে?

-১৯৯৯ সালে

ম্যাকাও দ্বীপ কার অধীনে ছিল?

– পর্তুগালের

এশিয়া মহাদেশে ইউরােপের সবচেয়ে প্রাচীন উপনিবেশ কোনটি?

– ম্যাকাও দ্বীপ

এশিয়া মহাদেশে ইউরােপের সর্বশেষ উপনিবেশ কোনটি?

– ম্যাকাও দ্বীপ

গ্রেট হল কোথায় অবস্থিত?

– চীনে

“তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত?

– চীনের বেইজিংয়ে

চীন বিশ্বের কোন দেশে প্রথম বৈদেশিক নৌ-ঘাঁটি স্থাপন করে?

– আফ্রিকার দেশ জিবুতিতে।

চীন শ্রীলংকার কোন বন্দরটি ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে?

– হাম্বানটোটা বন্দর।

হাম্বানটোটা বন্দর কোথায় অবস্থিত?

– ভারত মহাসাগরে।

পাকিস্তানের গােয়াদরে আরব সাগরের ওপর কোন দেশ গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে?

– চীন।

বেল্ট অ্যান্ড রােড ইনিশিয়েটিভ’ প্রকল্পের আওতায় চীন মিয়ানমারের কোন শহরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের ঘােষণা দিয়েছে?

– কিয়কপিউ শহরে। এটি বঙ্গোপসাগরের উপকূল বরাবর অবস্থিত।

কোন দুটি দেশের মধ্যে আফিম যুদ্ধ’ সংঘটিত হয়েছিল?

– চীন ও ইংল্যান্ড

চীনের ‘গ্রেটওয়াল’ বা মহাপ্রাচীর নির্মিত হয় কবে?

– খ্রিস্টপূর্ব ২২০-২০৬ সনে (সূত্র: দৈনিক ইনকিলাব; বাংলা ট্রিবিউন; ২৪মার্চ, ২০২০)

চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?

– ২১,১৯৬ কি.মি. এবং উচ্চতা ৫ থেকে ৮ মিটার (সূত্র: দৈনিক ইনকিলাব, বাংলা ট্রিবিউন; ২৪ মার্চ, ২০২০। দৈনিক প্রথম আলাে; ২২ মে ২০১৮)

চীন মহাপ্রাচীর নির্মাণ করে তাদের কোন সীমান্তে?

– উত্তর সীমান্তে মঙ্গোলীয় দস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।

বার্ড নেস্ট’ স্টেডিয়াম যে দেশে অবস্থিত

– চীন

“দোকলাম ভূখণ্ডটি কোন দুটি দেশের মধ্যকার বিরােধপূর্ণ ভূখণ্ড?

– চীন ও ভুটান

চীনের গৃহযুদ্ধের সময়কাল কত?

১৯২৭-১৯৫০ সাল পর্যন্ত

বিশ্বের কোন দেশে প্রথম মেধারভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগ দেওয়া হয়?

– চীন

বর্তমান বিশ্বের নিউ সিল্ক রোড বা ওয়ান বেল্ট, ওয়ান রােড বা বেল্ট অ্যান্ড রােড ইনিশিয়েটিভ’- এর প্রবক্তা কোন দেশ?

– চীন

চীন সর্বপ্রথম কবে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’- এর ধারণা প্রদান করে?

– ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সর্বপ্রথম ধারণা প্রদান।

বিশ্বের প্রথম উন্নত দেশ হিসেবে চীনের ‘নিউ সিল্ক রােড’ বা “বেল্ট অ্যান্ড রােড ইনিশিয়েটিভ প্রকল্পে যােগদানকারী দেশ কোনটি?

– ইতালি।

মেরিটাইম সিল্ক রােড’-এর প্রবক্তা কে?

– চীন।

বর্তমান বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?

– চীন

বর্তমান বিশ্বে কোন দুটি দেশের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য-যুদ্ধ বিদ্যমান?

– চীন ও যুক্তরাষ্ট্র (আনুষ্ঠানিকভাবে বাণিজ্য-যুদ্ধ শুরু হয় ২০১৮ সালের ৬ জুলাই)

মেরিন লিজার্ড কী?

– চীনের একটি উভয়চর ড্রোন।

বিশ্বের কোন দেশ সর্বপ্রথম স্মার্ট ট্রেন’ চালু করে?

– চীন

ভারতের অরুণাচল রাজ্যকে কেন্দ্র করে কত সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল?

– ১৯৬২ সালে।

প্রাটলি দ্বীপ নিয়ে বিরােধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে?

– চীন ও ভিয়েতনামের মধ্যে। এটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত।

জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?

– ভারত।

আয়তনে বিশ্বের ভারতের অবস্থান কত?

– ৭ম।

বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি?

– ভারত।

ভারতে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

– ১৯৫০ সালে।

ভারতের মােট অঙ্গরাজ্য কয়টি?

– ২৮টি।
( ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের আইনসভায় সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে “জম্মু-কাশ্মীর” স্বাধীন অঙ্গরাজ্যের মর্যাদা হারায় এবং ২০১৯ সালের ১ নভেম্বর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় । ফলে ভারতের বর্তমান অঙ্গরাজ্য দাঁড়ায় ২৮টিতে এবং জম্মু-কাশ্মীর’ ও ‘লাদাখ নামে পৃথক নতুন ২টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। ফলে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা দাঁড়ালাে ৯টিতে।)

ভারতের আইন সভার উচ্চকক্ষের নাম কী?

– রাজ্যসভা

ভারতের আইন সভার নিম্নকক্ষের নাম কী?

– লােকসভা

ভারতের লােকসভার মােট আসন সংখ্যা কত?

– ৫৪৫ টি

ভারতের লােকসভার কতটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়?

– ৫৪৩ টি আসনে (বাকি ২ টি আসন রাষ্ট্রপতি কর্তৃক মনােনীত প্রার্থীর জন্য সংরক্ষিত)

দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের অভিহিত করা হয়

– দ্রাবিড় নামে

মাদার তেরেসা কবে ভারতে ‘মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন?

– ১৯৫০ সালে

মাদার তেরেসার জন্ম কোথায়?

– আলবেনিয়া

ভারত প্রথম কত সালে পারমাণবিক বােমার বিস্ফোরণ ঘটায়?

– ১৯৭৪ সালে

আকালী দল’ কী?

– ভারতের পাঞ্জাব রাজ্যের শিখদের একটি রাজনৈতিক দল।

ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

– উত্তর প্রদেশ রাজ্যে (এটি উত্তর প্রদেশ রাজ্যের অযােধ্যায় অবস্থিত)

ভারতের মৌলবাদী শিখরা কবে ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙ্গে ফেলে?

– ১৯৯২ সালের ৬ ডিসেম্বর

ঐতিহাসিক ‘নাথুলা পাস’ কোন দুটি দেশের সীমান্ত বাণিজ্য পথ?

– ভারত ও চীন

কালাপানি কোন দুটি দেশের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?

– ভারত ও নেপাল।

বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বাঘ রয়েছে?

– ভারতে (২২২৬ টি)

কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নােবেল পুরস্কার পান

–  কল্যাণ অর্থনীতি

পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?

– ভারতের; ৩৯৫টি অনুচ্ছেদ। (কিন্তু পৃথিবীর সবচেয়ে ছােট সংবিধান- যুক্তরাষ্ট্রের)

‘বেফোর্স কেলেংকারী’-এর সঙ্গে ভারতের কোন প্রধানমন্ত্রী জড়িত?

– রাজিব গান্ধী

ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী?

– রাজেন্দ্র প্রসাদ

ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?

– জওহরলাল নেহেরু

ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রীর নাম কী?

– সরদার বল্লভভাই প্যাটেল ( তাকে ‘ভারতের লৌহমানব’ বলা হয়)

ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কী?

– জাকির হােসেন

এ.পি.জে আবদুল কালাম ভারতের কত তম রাষ্ট্রপতি ছিলেন?

– ১১ তম

এ.পি.জে আবদুল কালাম কোন মেয়াদে ভারতের রাষ্ট্রপতি ছিলেন?

২০০২-২০০৭ সাল

ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?

– রাইসিনা হিল (কিন্তু পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনের নাম- আইওয়ান-ই-সদর)

ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?

– ৭ নং লােক কল্যাণ মার্গ (পূর্বে ছিল- ৭ নং রেইসকোর্স রােড)।

ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কী?

– ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস

ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কী?

– ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস।

ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?

– ১৮৮৫ সালে

ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর প্রতিষ্ঠাতা  কে?

– অ্যালান  অক্টোভিয়ান হিউম

ন্যাশনাল কংগ্রেস-এর প্রথম সভাপতি কে ছিলেন?

-উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী রাজনৈতিক দলের নাম কী?

– ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস

স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

– ১৯৫১ থেকে ১৯৫২ সাল পর্যন্ত।

স্বাধীন ভারতের প্রথম লােকসভা কবে গঠিত হয়?

– ১৯৫২ সালে।

কাশিরকে কবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়?

– ১৯৪৭ সালে

ভারতে হিন্দু জাতীয়তাবাদীদের উত্থান শুরু হয় কবে?

– ১৯৮০ সালে।

ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কী?

– প্রতিভা পাতিল

ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?

– ইন্দিরা গান্ধী

নাইটিঙ্গেল অব ইন্ডিয়া’ বলা হয় কাকে?

– সরােজিনী নাইডুকে

ভারতের লােকসভার প্রথম নারী স্পিকারের নাম কী?

– মীরা কুমার

ভারতের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

– সুষমা স্বরাজ

ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?

– রামনাথ কোবিন্দ

ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারতের কত তম রাষ্ট্রপতি?

– ১৪ তম

ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মােদি ভারতের কত তম প্রধানমন্ত্রী?

– ১৫ তম

ভারতের সাবেক রাষ্ট্রপতির প্রণব মুখার্জির আত্মজীবনীমূলক বইয়ের নাম কী?

– দ্য কোয়ালিশন ইয়ারস: ১৯৯৬-২০১২

India Wins Freedom’ গ্রন্থের লেখক কে?

– আবুল কালাম আজাদ

“The Discovery of India’ গ্রন্থের লেখক কে?

– পণ্ডিত জওহরলাল নেহেরু

“A Passage to India’ গ্রন্থের লেখক কে?

– ই.এম.ফরস্টার (E.M. Forster)

বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্যের নাম কী?

– ‘Statue of Unity’ বা ‘সর্দার বল্লভভাই প্যাটেল’ ভাস্কর্য; উচ্চতা: ১৮২ মিটার বা ৫৯৭ ফুট।

বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য ‘Statue of Unity’ কোথায় অবস্থিত?

– ভারতের গুজরাট রাজ্যে।

ভারতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য ‘স্ট্যাচু অব ইউনিটি কার স্মরণে নির্মিত?

– সরদার বল্লভভাই প্যাটেল

বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য ‘Statue of Unity’ স্থপতি কে?

– রাম ভাঞ্জি সুতার।

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত?

– ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে। (উদ্বোধন: ২৪ ফেব্রুয়ারি, ২০২০। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প এটি উদ্বোধন করেন।)

বিশ্বের ক্রিকেট বৃহত্তম স্টেডিয়ামের নাম কী?

– সরদার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। (৬৩টি একর জমির উপর নির্মিত)

বিশ্বের বৃহত্তম ক্রিকেট বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা কত?

– ১ লাখ ১০ হাজার।

Palestine Liberation Organization (PLO) কবে গঠিত হয়?

– ১৯৬৪ সালে

PLO- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

– ফিলিস্তিনের রামাল্লায় ওরিয়েন্ট হাউজে

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিদানকারী দেশ কোনটি?

– আলজেরিয়া (আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র)

ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?

– আমেরিকা

ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

– মিসর (১৯৭৮ সালের ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে। এই কারণে মিসর ওআইসি এবং আরব লিগ থেকে বহিষ্কৃত হয়)

ইসরাইল ও মিশরের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

– ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর

নোট-মোস্তাফিজার মোস্তাক

Check Also

জাতিপুঞ্জ

জাতিপুঞ্জ জাতিপুঞ্জঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার যুক্তরাষ্টের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson) কে …