এশিয়া মহাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন- ৩

এশিয়া মহাদেশ- ৩

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কী?

উত্তরঃ মেসোপটেমীয় সভ্যতা
নােট: কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতার নাম হলাে মেক্সিকোর মায়া সভ্যতা]।

প্রশ্নঃ মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?

উত্তরঃ বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে।

প্রশ্নঃ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পূর্বনাম কী ছিল? 

উত্তরঃ দজলা ও ফোরাত নদী।

প্রশ্নঃ বিখ্যাত কারবালা শহরটি কোন নদীর অবস্থিত?

উত্তরঃ ইউফ্রেটিস নদীর (ফোরাত) তীরে।

প্রশ্নঃ ব্যাবিলনীয় সভ্যতায় কোথায় গড়ে ওঠেছিল?

উত্তরঃ বর্তমান ইরাকে।

প্রশ্নঃ ব্যালিনীয় বন্দিদশা” সূচিত হয়েছিল কবে?- ক্যালডীয় সভ্যতায়।

প্রশ্নঃ ব্যাবিলনের শূন্যোদ্যান’ কোথায় অবস্থিত?

উত্তরঃ ইরাকে।

প্রশ্নঃ ‘ব্যাবিলনের শূন্যোদ্যান কে নির্মাণ করেন?

উত্তরঃ রাজা নেবুচাদ নেজার।

প্রশ্নঃ পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচল হয় কোথায়?

উত্তরঃ রাজা হাম্মুরাবির শাসনামলে ব্যাবিলনীয় সভ্যতায় ।

প্রশ্ন প্রাচীন সভ্যতায় ব্যবলনীয় সবচেয়ে বড় অবদান কীসে?

উত্তরঃ আইন তৈরির ক্ষেত্রে।

প্রশ্নঃ প্রাচীন সভ্যতায় ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কীসে?

উত্তরঃ বর্ণমালা উদ্ভাবনের ক্ষেত্রে।

প্রশ্নঃ প্রথম কারা বর্ণমালা আবিষ্কার করে?-

উত্তরঃ ফিনিশীয়রা
( ফিনিশীয় বর্ণমালা ছিল সেমিটিক ভাষার একটি বর্ণমালা। এতে ২২টি বর্ণ ছিল। ইউনেস্কো ফিনিশীয় ভাষাকে লেবাননের ঐতিহ্য হিসেবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে।]

প্রশ্নঃ কুখ্যাত আবু গরিব কারাগার কোন দেশে ছিল?

উত্তরঃ ইরাকে।

প্রশ্ন: ভৌগােলিকভাবে আফগানিস্তানের অবস্থান কোথায়?

উত্তর: দক্ষিণ এশিয়ায়।

প্রশ্নঃ আফগানিস্তানের রাজধানী নাম কী?

উত্তরঃ কাবুল।

প্রশ্ন : আফগানিস্তানের মুদ্রার নাম কী?

উত্তরঃ আফগান আফগানি
(পূর্বে ছিল আফগান রুপি)।

প্রশ্নঃ আফগানিস্তানের আইনসভার নাম কী?

উত্তরঃ লয়া জিরগা।

প্রশ্নঃ আফগানিস্তানের সরকারি ভাষার নাম কী?

উত্তরঃ পশতু।

প্রশ্নঃ আফগানিস্তানে কোন জাতিগােষ্ঠী সংখ্যাগরিষ্ঠ?

উত্তরঃ পশতুন।

প্রশ্নঃ ‘আফগানিস্তানের জনক বা ‘আফগানিস্তানের জাতির পিতা বলা হয় কাকে?

উত্তরঃ মােহাম্মদ জহির শাহকে।

প্রশ্নঃ আফগানিস্তানের শেষ বাদশা কে ছিলেন?

উত্তরঃ মােহাম্মদ জহির শাহ (সংক্ষেপে- জহির শাহ)।

প্রশ্ন : জহির শাহকে বিতাড়িত করে কে আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন?

উত্তরঃ মােহাম্মদ দাউদ খান।

প্রশ্নঃ আফগানিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?

উত্তরঃ মােহাম্মদ দাউদ খান।

প্রশ্নঃ আফগানিস্তানের রাজতন্ত্র বিলুপ্ত হয় কবে?

উত্তরঃ ১৯৭৩ সালে।

প্রশ্ন: আফগানিস্তানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর: ১৯৭৩ সালে।

প্রশ্নঃ আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা করেন কে?

উত্তর: মোহাম্মদ দাউদ খান।

প্রশ্নঃ আফগানিস্তানের প্রেসিডেন্ট সরকারি বাসভবনের নাম কী?

উত্তর: প্রেসিডেন্সিয়াল প্যালেস।

প্রশ্ন: আফগানিস্তানের উল্লেখযােগ্য স্থানগুলাে কী কী?

উত্তর: কাবুল, কান্দাহার, গজনি, হেরাত, জালালবাদ, মাজার-ই-শরীফ ইত্যাদি।

প্রশ্নঃ আলোচিত ‘বামিয়ান শহর কোথায় অবস্থিত?

উত্তর: আফগানিস্তানে।

প্রশ্ন: বাগরাম কারাগার কোথায় অবস্থিত?

উত্তর : আফগানিস্তানে (কিন্তু কুখ্যাত ‘আবু গরিব কারাগার ইরাকে)

প্রশ্নঃ পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধিমূর্তিটি কোথায় অবস্থিত ছিল?

উত্তরঃ আফগানিস্তানে।

প্রশ্নঃ আফগানিস্তানে সােভিয়েত ইউনিয়ন আগ্রাসন চালায় কবে?

উত্তরঃ ১৯৭৯ সালে (নোটঃ ইরানে ইসলামি বিপ্লব-ও সংঘটিত হয় ১৯৭৯ সালে)।

প্রশ্নঃ আফগানিস্তান থেকে সােভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে সৈন্য প্রত্যাহার করে নেয় কবে?

উত্তর : ১৯৮৯ সালে
(আর ১৯৮৯ সালে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানির মধ্যকার বার্লিন প্রাচীর-ও ভেঙ্গে ফেলা হয়।)

প্রশ্নঃ আফগানিস্তানে সােভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়ার) যুদ্ধের সময়কাল কত?

উত্তরঃ ১৯৭৯-১৯৮৯

প্রশ্নঃ আফগানিস্তানে তালেবানরা প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৯৪ সালে।

প্রশ্নঃ আফগানিস্তানে তালেবান রাষ্ট্রীয় ক্ষতায় হয় কত অধিষ্ঠিত সালে?

উত্তরঃ ১৯৯৬ সালে।

প্রশ্নঃ আফগানিস্তানে তালেবানরা কাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ বুরহানউদ্দিন রব্বানিকে।

প্রশ্নঃ আফগানিস্তানে তালেবান সরকারের পতন হয় কবে?

উত্তরঃ ২০০১ সালে।

প্রশ্ন: ইঙ্গ-মার্কিন যৌথবাহিনী আফগানিস্তানে হামলা শুরু করে কবে?

উত্তরঃ ২০০১ সালের ৭ অক্টোবর।

প্রশ্নঃ তুরস্কের বৃহত্তর শহর কোনটি?

উত্তরঃ ইস্তাম্বুল।

প্রশ্নঃ ইস্তাম্বুলের পূর্ব নাম কী ছিল?

উত্তরঃ বাইজেন্টিয়াম/কস্টানটিন/কনস্টান্টিনােপল।

প্রশ্নঃ তুরস্ক প্রাচীন কোন সাম্রাজ্যের কেন্দ্রভূমি?

উত্তর: অটোমান সাম্রাজ্য।

প্রশ্নঃ কামাল আতাতুর্ক কবে তুরস্কের রাজতন্ত্র বাতিল করেন?

উত্তরঃ ১৯২২ সালে।

প্রশ্নঃ তুরস্ক কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?

উত্তরঃ ১৯২৩ সালে।

প্রশ্নঃ ‘গ্রে উলফ’ নামে পরিচিত কে?

উত্তর: মােস্তফা কামাল আতাতুর্ক।

প্রশ্নঃ আতাতুর্ক উপাধিটি কার?

উত্তরঃ তুরস্কের মােস্তফা কামালের।

প্রশ্ন: তুরস্ককে এশিয়া ও ইউরােপের পৃথক করেছে?

উত্তর: বসফরাস প্রণালি, দার্দেনেলিস, মর্মর সাগর।

প্রশ্ন : প্রাচীন সভ্যতার কেন্দ্র’ বলা কোনটিকে?

উত্তর: আনাতােলিয়া।

প্রশ্নঃ অটোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?

উত্তর: প্রথমে ছিল- বুরসা, দ্বিতীয়বার ছিল- এডরিন এবং তৃতীয়বার ছিল- ইস্তাম্বুল।

প্রশ্নঃ আধুনিক তুরস্কের জনক কে?

উত্তরঃ মােস্তফা কামাল আতাতুর্ক ।

প্রশ্নঃ তুরস্কের প্রথম প্রেসিডেন্ট কে?

উত্তরঃ মােস্তফা কামাল আতাতুর্ক।

প্রশ্ন : কত সালে তুরস্কের প্রথম প্রেসিডেন্ট হিসেবে মােস্তফা কামাল আতাতুর্ক ক্ষমতা গ্রহণ করেন?

উত্তরঃ ১৯২৩ সালে।

প্রশ্নঃ তুরস্কের তুরস্কের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ তানসু সিলার।

প্রশ্ন : ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?

উত্তরঃ তুরক্ষে।

প্রশ্নঃ উত্তর সাইপ্রাসকে স্বীকৃতিদানকারী একমাত্র দেশ কোনটি?

উত্তরঃ তুরস্ক।

প্রশ্নঃ কোন দেশ দুটি মহাদেশে তথা এশিয়া ও ইউরােপে অবস্থিত?

উত্তরঃ তুরস্ক।

প্রশ্ন : বিশ্বের কোন নগরী দুই মহাদেশে তথা এশিয়া ও ইউরােপে অবস্থিত?

উত্তরঃ ইস্তাম্বুল।

প্রশ্নঃ প্রাচ্য ও পাশ্চাত্যের বা এশিয়া ও ইউরােপের মিলনক্ষেত্র কোন নগরী?

উত্তরঃ ইস্তাম্বুল (তুরস্ক)।

প্রশ্নঃ ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা কোন রাষ্ট্রকে?

উত্তরঃ তুরস্ক।

প্রশ্নঃ বিখ্যাত অটোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল তথা রাজধানী ছিল কোথায়?

উত্তরঃ তুরস্ক।

প্রশ্নঃ কোন সাম্রজ্যের পতনের মধ্যে দিয়ে উসমানীয়দের/অটোমানদের উত্থান ঘটে?

উত্তরঃ সেলজুক বংশ।

প্রশ্নঃ অটোমান বংশের প্রতিষ্ঠা কে?

উত্তরঃ প্রথম উসমান।

প্রশ্নঃ অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ ১২৯৯ সালে; সুলতান প্রথম উসমান কর্তৃক।

প্রশ্নঃ অটোমান সাম্রাজ্যের পতন ঘটে কত সালে?

উত্তরঃ ১৯২২ সালে; তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মােস্তফা কামাল আতাতুর্ককর্তৃক।

প্রশ্নঃ অটোমান সাম্রাজ্যের প্রথম সুলতান কে ছিলেন?

উত্তর : প্রথম উসমান।

প্রশ্নঃ অটোমান সাম্রাজ্যের শেষ সুলতান কে?

উত্তরঃ ষষ্ঠ মােহাম্মদ।

প্রশ্নঃ এশিয়া মাইনর বা আনাতােলিয়া হিসেবে পরিচিত কোন দেশ?

উত্তরঃ তুরস্ক।

প্রশ্নঃ ‘আনাতােলিয়া’ মূলত কী?

উত্তরঃ তুরস্কের একটি মালভূমি।

প্রশ্নঃ প্রাচীন সভ্যতার কেন্দ্র কোনটি?

উত্তরঃ আনাতােলিয়া

প্রশ্নঃ বিখ্যাত বাইজাটাইন সাম্রাজ্যের কেন্দ্রস্থল তথা রাজধানী ছিল কোথায়?

উত্তরঃ কনস্টান্টিনােপল।

প্রশ্নঃ সৌদি আরবের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তরঃ ১৯৩২ সালে।

প্রশ্নঃ কে সৌদি আরবের রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ আবদুল আজিজ আস-সউদ।

প্রশ্নঃ মদিনার পূর্বনাম কী ছিল?

উত্তরঃ ইয়াসরিব।

প্রশ্নঃ সৌদি আরবে কোন ধরনের সংবিধান বিদ্যমান?

উত্তরঃ সৌদি আরবে কোন লিখিত সংবিধান নেই। সৌদি আরব ইসলামি আইন তথা ইসলামি শরিয়া অনুযায়ী পরিচালিত হয়।

প্রশ্নঃ সৌদি আরবের আইনসভার নাম কী?

উত্তরঃ দেশটির কোনাে আইনসভা নেই।

প্রশ্নঃ বিশ্বের কোন দেশের কোনাে সংবিধান ও আইনসভা নেই?

উত্তরঃ সৌদি আরবের।

প্রশ্নঃ কোন দেশের জাতীয় পতাকা কখনােই অর্ধনমিত হয় না?

উত্তরঃ সৌদি আরব এবং ইরানের। কারণ এই দুটি দেশের পতাকা কালেমায়ে তইয়্যবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ লিখা রয়েছে।

প্রশ্নঃ সংবাদ সংস্থার নাম কী?

উত্তরঃ সৌদি প্রেস এজেন্সি (IPA) ।

প্রশ্নঃ ওসামা বিন লাদেন কোন দেশের নাগরিক ছিলেন?

উত্তরঃ সৌদি আরব।

প্রশ্নঃ সৌদি আরবের বর্তমান ও ৬ষ্ঠ বাদশার নাম কী?

উত্তরঃ সালমান বিন আবদুল আজিজ আস-সউদ।

প্রশ্নঃ সৌদি আরবের বর্তমান ক্রাউন প্রিপের নাম কী?

উওরঃ মুহাম্মদ বিন সালমান
(ক্রাউন প্রিন্স বলতে বােঝায়, বর্তমান বাদশা মারা যাওয়ার পর যিনি সিংহাসনের অধিকারী হবেন)

প্রশ্নঃ মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে?

উত্তর : সৌদি আরবে।
(আর মধ্যপ্রাচ্যের দেশগুলাের মধ্যে সবচেয়ে বেশি গ্যাস মজুদ আছে, কাতারে।)

প্রশ্ন : মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে?

উত্তরঃ টেংকু আবদুল রহমান।

প্রশ্নঃ মালয়েশিয়ার প্রথম সুলতান/রাজা কে ছিলেন?

উত্তরঃ টেংকু আবদুল রহমান।

প্রশ্নঃ মালয়েশিয়ার বর্তমান ও ৮ম প্রধানমন্ত্রী কে?

উত্তরঃ মুহিউদ্দিন ইয়াসিন।

প্রশ্নঃ মালয়েশিয়ার বর্তমান ও ১৬তম সুলতান/রাজার নাম কী?

উত্তরঃ টেঙ্কু আব্দুল্লাহ সুলতান আহমাদ শাহ। উল্লেখ্য যে তিনি পাহাং রাজ্যের সুলতান ছিলেন।

প্রশ্নঃ মালয়েশিয়ার স্বাধীনতার জনক বলা হয় কাকে?

উত্তরঃ টেংকু আবদুর রহমানকে।

প্রশ্নঃ আধুনিক মালয়েশিয়ার জনক বলা হয় কাকে?

উত্তরঃ ড. মাহাথির মােহাম্মদকে।

প্রশ্নঃ আধুনিক মালয়েশিয়ার স্থপতি ড. মাহাথির মােহাম্মদ প্রথমবার টানা কত বছর প্রধানমন্ত্রী ছিলেন?

উত্তরঃ ২২ বছর (১৯৮১-২০০৩ সাল পর্যন্ত)।

প্রশ্নঃ মালয়েশিয়ার সুলতান/রাজা কিভাবে নির্বাচিত হন?

উত্তরঃরাজ্যের সুলতানের গােপন ব্যালটের মাধ্যমে।

প্রশ্নঃ মালয়েশিয়ার সুলতান/রাজার মেয়াদ কত বছর?

উত্তরঃ ৫ বছর।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

জাতিপুঞ্জ

জাতিপুঞ্জ জাতিপুঞ্জঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার যুক্তরাষ্টের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson) কে …