এশিয়া মহাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন – ৫
প্রশ্নঃ নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কে?
উত্তরঃ বিদ্যাদেবী ভান্ডারী।
প্রশ্নঃ নেপালের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ বিদ্যাদেবী ভান্ডারী।
প্রশ্নঃ নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ কেপি শর্মা অলি।
প্রশ্নঃ ‘মাওবাদী কোন দেশের গেরিলা সংগঠন?
উত্তরঃ নেপালের।
প্রশ্ন : কোন দেশকে ‘হিমালয় কন্যা’ বলা হয়?
উত্তরঃ নেপালকে।
প্রশ্ন: ভৌগােলিকভাবে শ্রীলংকার অবস্থান কোথায়?
উত্তর: দক্ষিণ এশিয়ায়।
প্রশ্নঃ শ্রীলংকার রাজধানী/প্রশাসনিক রাজধানীর নাম কী?
উত্তরঃ শ্রী জয়াবর্ধানেপুরা কোটে।
প্রশ্নঃ শ্রীলংকার বাণিজ্যিক রাজধানীর নাম কী?
উত্তরঃ কলম্বাে।
প্রশ্ন : শ্রীলংকার সাংস্কৃতিক রাজধানী বলা হয় কোন শহরকে?
উত্তরঃ ক্যান্ডি।
প্রশ্ন: শ্রীলংকার মুদ্রার নাম কী?
উত্তর: রুপি।
প্রশ্নঃ সার্কভুক্ত কোন দেশ সাংবিধানিকভাবে বৌদ্ধ রাষ্ট্র হিসেবে স্বীকৃত?
উত্তরঃ শ্রীলংকা।
প্রশ্নঃ শ্রীলংকা ও ভারতে পৃথক করেছে কোন প্রণালি?
উত্তরঃ পক প্রণালি।
প্রশ্নঃ শ্রীলংকার প্রেসিডেন্টের বাসভবন কী নামে পরিচিত?
উত্তরঃ টেম্পল ট্রি।
প্রশ্নঃ শ্রীলংকার প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
উত্তরঃ ৬ বছর।
প্রশ্নঃ শ্রীলংকার পূর্ব নাম কী ছিল?
উত্তরঃ সিংহল।
প্রশ্নঃ শ্রীলংকার তামিলদের সংগঠনের নাম কী?
উত্তরঃ LTTE।
প্রশ্নঃ LTTE দ্বারা কী বােঝায়?
উত্তরঃ Liberation Tigers of Tamil Elam
প্রশ্নঃ LTTE- এর প্রতিষ্ঠতা কে ছিলেন?
উত্তরঃ ভেলুপিল্লাই প্রভাকরণ।
প্রশ্ন : শ্রীলংকায় গৃহযুদ্ধ শুরু হয় কবে?
উত্তরঃ ১৯৮৩ সালে।
প্রশ্নঃ শ্রীলংকায় গৃহযুদ্ধ শেষ হয় কবে?
উত্তরঃ ২০০৯ সালে। (তামিল টাইগারদের নেতা ভেলুপিল্লাই প্রভাকরণকে হত্যার মাধ্যমে এই গৃহযুদ্ধের শেষ হয়।)
প্রশ্নঃ কোন দেশ বা সংস্থা শ্রীলংকায় শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে ভূমিকা পালন করেছে?
উত্তরঃ নরওয়ে।
প্রশ্নঃ ঐতিহাসিক মান্নার দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ শ্রীলংকায়।
প্রশ্নঃ শ্রীলংকার কোথায় সবচেয়ে বেশি মুক্তা উৎপাদিত হয়?
উত্তরঃ মান্নার দ্বীপে।
প্রশ্নঃ ‘এডামস পিক’ তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
উত্তরঃ শ্রীলংকায়।
প্রশ্নঃ মানব উন্নয়ন সূচকে সার্কভুক্ত দেশের মধ্যে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ শ্রীলংকা (কিন্তু সার্কভুক্ত দেশের মধ্যে সাক্ষরতার হার ও মাথাপিছু আয় সবচেয়ে বেশি মালদ্বীপের)।
প্রশ্ন: বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নিবাচিত হয় কোন দেশে?
উত্তরঃ শ্রীলংকা
(কিন্তু বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয়- আর্জেন্টিনা)
প্রশ্নঃ বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: শ্রীমাভাে বন্দরনায়েকে (কিন্তু বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতির নাম- ইসাবেলা পেরেন)।
প্রশ্নঃ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি?
উত্তরঃ শ্রীলংকা
(কিন্তু এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হলাে ফিলিপাইন)।
প্রশ্নঃ প্রাচীনকালে মিয়ানমার কী নামে পরিচিত ছিল?
-ব্রহ্মদেশ।
প্রশ্নঃ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
– বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। পূর্ব নাম ছিল- নাসাকা।
প্রশ্নঃ অং সান সূচির রাজনৈতিক দলের নাম কী
– National League for Democracy (NLD)
প্রশ্নঃ NLD কত সালে প্রতিষ্ঠিত হয়?
– ১৯৮৮ সালে
প্রশ্নঃ মিয়ানমারের নাম ‘বার্মা থেকে মিয়ানমার” নামকরণ করা হয় কত সালে?
– ১৯৮৯ সালে
প্রশ্নঃ অং সান সূচি কত সালে শান্তিতে নােবেল পুরস্কার লাভ করে?
–১৯৯১ সালে
প্রশ্নঃ মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুদের আন্দোলন কী নামে পরিচিত?
– জাফরানি বিপ্লব
প্রশ্নঃ বর্তমানে মিয়ানমারের পার্লামেন্টের কত শতাংশ আসন সেনা বাহিনীর জন্য সংরক্ষিত?
– ২৫ শতাংশ
প্রশ্নঃ কারেন বিদ্রোহী গােষ্ঠী কোন দেশের?
– মিয়ানমারের
প্রশ্নঃ গডস আর্মি বিদ্রোহী গােষ্ঠী কোন দেশের?
– মিয়ানমারের
প্রশ্নঃ রােহিঙ্গা মুসলিম জনগােষ্ঠী মিয়ানমারের কোন প্রদেশে করে?
– রাখাইন রাজ্য
প্রশ্নঃ মিয়ানমারের রাখাইন রাজ্যের পূর্বনাম কী ছিল?
– আরাকান
প্রশ্নঃ মিয়ানমার কত সালে রােহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে নাগরিকত্ব আইন পাশ করে?
-১৯৮২ সালে
প্রশ্নঃ কত সালে রােহিঙ্গারা মিয়ানমারের নাগরিকত্ব হারায়?
– ১৯৮২ সালে
প্রশ্নঃ কত সালে রােহিঙ্গারা মিয়ানমারের ভােটাধিকার হারায়?
– ২০১৫ সালে
প্রশ্নঃ রােহিঙ্গারা সর্বপ্রথম কত সালে শরণার্থী হিসেবে বাংলাদেশে প্রবেশ করে?
– ১৯৭৮ সালে
প্রশ্নঃ মিয়ানমারে রােহিঙ্গাদের বিরুদ্ধে প্রথম সামরিক অভিযান চালানাে হয় কবে?
– ১৯৫০ সালে।
প্রশ্নঃ ২০১৬ সালে রােহিঙ্গা নিধনে ইতিহাসের নৃশংসতম সামরিক অভিযানের না কী?
– অপারেশন ক্লিয়ারেন্স
প্রশ্নঃ মিয়ানমার সেনাবাহিনী কবে অপারেশন এথনিক ক্লিন্সিং’ নামে রােহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গণহত্যা শুরু করে?
– ২৫ আগস্ট ২০১৭।
প্রশ্নঃ রােহিঙ্গা গণহত্যার অভিযােগে ১১ নভেম্বর, ২০১৯ সালে দি হেগে অবস্থিত ‘আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে)-তে মিয়ানমারের বিরুদ্ধে প্রথম মামলা করেন কোন দেশ আফ্রিকার দেশ?
-গাম্বিয়া (নেতৃত্ব দিচ্ছেন- আবু বাকার তাম্বাদু)
রােহিঙ্গা ইস্যুতে কোন দেশের আন্তর্জাতিক গণ-আদালতের রায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা হয়?
– মালয়েশিয়া
মিয়ানমার কর্তৃক গঠিত রােহিঙ্গা সংক্রান্ত কমিশনের নাম কী?
-আনান কমিশন (আনান কমিশন গঠিত হয়: ২০১৬ সালে)
রােহিঙ্গা সমস্যা সমাধানে আনান কমিশন কতটি সুপারিশ করেন?
– ৮৮টি (আনান কমিশন রিপাের্ট পেশ করে ২০১৭ সালে।)
মিয়ামারের নতুন রাখাইন কমিশন যাত্রা করে কবে?
– ৩০ জুলাই ২০১৮।
আলােচিত ‘মংডু সীমান্ত কোথায় অবস্থিত?
-বাংলাদেশ মিয়ানমার সীমান্তে।
‘এশিয়ার সুইজারল্যান্ড’ বলা হয় কোন দেশকে?
– ভুটানকে।
আরব দেশগুলাে প্রাশ্চাত্য দেশগুলাের উপর তেল অবরােধ করে কবে?
– ১৯৭৩ সালে
দুই ইয়েমেন একত্রিত হয়েছিল কত সালে?
– ১৯৯০ সালে
নৃতাত্ত্বিকভাবে মধ্যপ্রাচ্যের অধিকাংশ জাতিগােষ্ঠী কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত?
– ককেশীয়
উত্তর কোরিয়ার সরকারি নাম কী?
– গণতান্ত্রিক প্রজাতন্ত্রী কোরিয়া
জাপান কোরিয়া দখল করেছিল কবে?
– ১৯১০ সালে
মার্কিন যুক্তরাষ্ট্র কবে কোরিয়ার উপর হস্তক্ষেপ করে?
– ১৯৫০ সালে
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার কবে যুদ্ধ সংঘটিত হয়েছিল?
–১৯৫০-১৯৫৩ সাল পর্যন্ত
কোরীয় যুদ্ধ’ এর অবসান ঘটে কবে?
– ১৯৫৩ সালে
কোরীয় যুদ্ধ’-কে কেন্দ্র করে জাতিসংঘে যে প্রস্তাব গৃহীত হয় তার নাম কী?
– শান্তির জন্য ঐক্য প্রস্তাব
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম কী?
– ৩৮ অক্ষরেখা
বিশ্বের অষ্টম পারমাণবিক অস্ত্রধর দেশের নাম কী?
– উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া কত সালে পারমাণবিক বােমার অধিকারী হয়?
-২০০৬ সালে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত দক্ষিণ কোরিয়া কার অধীনে ছিল?
– জাপান
পাকিস্তান তথা মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
-বেনজির ভুট্টো (তবে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ইন্দোনেশিয়ার মেঘবর্তী সুকর্ণপুত্রী)
ডটার অব দ্য ইস্ট’ বলা হয় কাকে?
– বেনজির ভুট্টোকে (কিন্তু “ডটার অব পাকিস্তান বলা হয় মালালা ইউসুফজাই)
বৌদ্ধ সভ্যতার বিখ্যাত নিদর্শন ‘তক্ষশীলা’ কোথায় অবস্থিত?
-পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে
সিন্ধু সভ্যতা কোথায় অবস্থিত?
-পাকিস্তানের মহেঞ্জোদারাে ও হরপ্পাতে।
সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়?
– ১৯২২ সালে
পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনের নাম কী?
– আইওয়ান-ই-সদর
(কিন্তু ভারতের রাষ্ট্রপতির বাসভবনের নাম- রাইসিনা হিল)
মেমােগেট কেলেঙ্কারি এর সাথে জড়িত কে?
– পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি।
পাকিস্তানের সীমান্ত বাহিনীর নাম কী?
– রেঞ্জার্স
এশিয়ার কোন দেশটিতে যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল?
– ফিলিপাইন
মুসলিম অধ্যুষিত ‘মিন্দানাও দ্বীপ কোথায় অবস্থিত?
– ফিলিপাইনে
আবু সায়াফ’ কোন দেশের গেরিলা সংঠন?
– ফিলিপাইনের
বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন?
– মেঘবতী। সুকর্ণপুত্রী (ইন্দোনেশিয়ার)
বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
– বেনেজির ভুট্টো (পাকিস্তানের)
জনসংখ্যায় বৃহত্তর মুসলিম দেশ কোনটি?
– ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার কোন দ্বীপকে ‘মসলা দ্বীপ বলা হয়?
– লােমবক দ্বীপকে
কোন দেশকে ‘দ্বৈত রাজনৈতিক দেশ হিসেবে অভিহিত করা হয়?
– তাইওয়ানকে
বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু বাণিজ্যিক সম্পর্ক রয়েছে?
– তাইওয়ান
তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ কোনটি?
– ভ্যাটিকান সিটি
কোন মুসলিম দেশে নিয়মতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয় খ্রিস্টান সম্প্রদায় থেকে আর প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মুসলিম সম্প্রদায় থেকে?
– লেবানন
হিজবুল্লাহ গেরিলা সংগঠনটি কোন দেশের?
– লেবানন
বিশ্বের কোন দেশের কোনাে সংবিধান ও আইনসভা নেই?
– সৌদি আরবের।
বিশ্বের কোন দেশের কোনাে আইনসভা নেই?
– ব্রুনাই
গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
– মঙ্গোলিয়া
কোন দেশের ৮০% অঞ্চল জুড়ে কারাকোরাম পর্বতমালা অবস্থিত?
– তুর্কমেনিস্থান
কোন দেশটিতে কখনাে কোনাে দেশের উপনিবেশ ছিল না?
– থাইল্যান্ড
থাইল্যান্ড’ শব্দের অর্থ কী?
– মুক্ত ভূমি
বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজ্য শাসন করার কৃতিত্ব কোন দেশের রাজার?
– থাইল্যান্ডের রাজা ভুমিবলের
উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম নামক দুটি আলাদা রাষ্ট্রের অভ্যুদয় ঘটে কবে?
– ১৯৫৪ সালে
ভিয়েতনাম যুদ্ধ শুরু হয় কবে?
– ১৯৫৫ সালে
উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম মধ্যে যুদ্ধ সংঘটিত হয় কবে?
– ১৯৫৫-১৯৭৫ সাল পর্যন্ত
উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম পুনরায় একত্র হয় কবে?
– ১৯৭৬ সালে
‘ভিয়েতনাম যুদ্ধ-এর অপর নাম কী?
– দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ
‘হাে সি মিন নামটি জড়িত কোন দেশের সাথে?
– ভিয়েতনামের সাথে
লি ডাক থাে কে ছিলেন?
– ভিয়েতনামের নেতা
The Tiger of Bicycle’ নামে পরিচিত কোন দেশ?
– ভিয়েতনাম
‘City of Fountains’ বলা হয় কাকে?
– উজবেকিস্থানের রাজধানী তাসখন্দকে
Father of Apple Tree’ বলা হয় কাকে?
– কাজাখস্তানের বড় শহর আলমাআতাকে
‘The Land of Fames’ নামে পরিচিত কোন দেশ?
– আজারবাইজান
“মিন্দানাও কেন বিখ্যাত?
– ফিলিপাইনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ
এশিয়ার কোন দেশের নিজেস্ব কোনাে সেনাবাহিনী নেই?
– মালদ্বীপের।
ব্ল্যাক সেপ্টেম্বর কী?
– ফিলিস্তিন ভিত্তিক একটি গেরিলা সংগঠন।
ব্ল্যাক সেপ্টেম্বর কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭০ সালে।
ব্ল্যাক সেপ্টেম্বর কথাটি কোন ঘটনার সাথে জড়িত?
– ১৯৭০ ১৯৭১ সাল পর্যন্ত ফিলিস্তিনের ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন পিএলও এবং জর্ডানের সম্রাট হুসাইন বিন তালালের নেতৃত্বাধীন সমারিক বাহিনীর মধ্যকার সংঘটিত যুদ্ধ। অনেক সময় এর দ্বারা ১৯৭০-১৯৭১ সাল পর্যন্ত জর্ডানে সংঘটিত গৃহযুদ্ধকে বােঝায়।
ন্যাটো (NATO)-তে মুসলিম সদস্য রাষ্ট্র
– তুরস্ক ও আলবেনিয়া।
( ন্যাটোর মুসলিম দেশ তুরস্ক হলাে এশিয়া মহাদেশের একটি দেশ। অন্যদিকে, ন্যাটোভুক্ত মুসলিম দেশ আলবেনিয়া হলাে ইউরােপের দেশ। আবার, ন্যাটোভুক্ত নয় কিন্তু নামের দিক থেকে প্রায় কাছাকাছি ‘আলজেরিয়া হলাে আফ্রিকা মহাদেশের
একটি দেশ।)
বিশ্বের দেশগুলাের মধ্যে কেবল সৌদি আরব ও ইরান এই দুটি দেশের জাতীয় পতাকা কখনােই অর্ধনমিত রাখা হয় না। কারণ এই দুটি দেশের জাতীয় পতাকায় কালিমা তায়্যিবা লেখা রয়েছে।
কম্বােডিয়ার রাজতন্ত্র বিলােপ সাধন করেন কে?
– নল নল।
টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন?
– মহীশূরের
লােহিত সাগরের আরেক নাম কী?
– সাইনাস আরা বিকাস।
কুনলুন ও হিমালয়ের মধ্যে অবস্থিত কোনটি?
– তিব্বত মালভূমি।
বিখ্যাত আকাবা সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
– জর্ডান
বিখ্যাত আকিয়াব সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
– মিয়ানমার
প্রশ্নঃ বিখ্যাত বন্দর আব্বাস সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
– ইরানে
প্রশ্নঃ বিখ্যাত এডেন সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
– ইয়েমেন
( পাের্ট সৈয়দ মিশরের একটি বিখ্যাত সমুদ্রবন্দর)
প্রশ্নঃ এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
– চীনের ইয়াংসিকিয়াং নদী। এর দৈর্ঘ্য প্রায় ৬৩৮০ কিলােমিটার। এটির উৎপত্তি হয়েছে তিব্বতের মালভূমি হতে এবং পতিত হচ্ছে পূর্ব চীন গরে।
(আর বিশ্বের দীর্ঘতম নদী হলাে নীলনদ এবং পৃথিবীর বৃহত্তম নদী হলাে দক্ষিণ আমেরিকার আমাজন নদী।)
প্রশ্ন: দীর্ঘতম নদী ও বৃহত্তম নদীর মধ্যে পার্থক্য আসলে কোথায়?
উত্তরঃ যে নদীর গভীরতা ও প্রশস্ততা বেশি অর্থাৎ, পানি ধারণক্ষমতা বেশি, তাকে বৃহত্তম নদী বলে।
আর যে নদীর দৈর্ঘ্য বেশি তথা লম্বা বেশি, তাকে দীর্ঘতম নদী বলে। অতএব, পৃথিবীর বৃহত্তম নদী হলাে দক্ষিণ আমেরিকার আমাজন এবং বিশ্বের দীর্ঘতম নদী হলাে মিসরের নীল নদ।