ডেস্ক রিপোর্ট, ঢাকা; হাসপাতাল ও বাসায় দীর্ঘ ২১ দিন চিকিৎসা গ্রহণের পর করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
আজ সোমবার মোকাব্বির খানের ফলোআপ টেস্টে কোভিড-১৯ এর নেগেটিভ রিপোর্ট এসেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন এমপির ব্যক্তিগত সহকারী মো. কয়েছ মিয়া। তিনি বলেন, ‘স্যার এখন আশঙ্কামুক্ত। আল্লাহর রহমতে কোভিড-১৯ এর নেগেটিভ রিপোর্ট এসেছে আজ। যারা তার জন্য দোয়া চেয়েছেন, তাকে সাহস ও মনোবল যুগিয়েছেন, তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’
এর আগে গত ১৫ জুন করোনার উপসর্গ (শ্বাসকষ্ট) নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন গণফোরাম থেকে নির্বাচিত এই এমপি। পরের দিন তার কারোনা শনাক্ত হয়।
হাসপাতালে ৭ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আরও ১৪ দিনের আইসোলেশনে ছিলেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৬ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ২০৯৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৬ হাজার ৬১৮ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ২৪৫ টি যা গতদিনে ছিল ১৩ হাজার ৯৮৮টি । ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ হাজার ৫২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭৬ হাজার ১৪৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৯৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন।’‘এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ১ হাজার ৬৫৭ জন এবং নারী ৪৩৯ জন। শতাংশ বিবেচনায় পুরুষ ৭৯ দশমিক ০৫ শতাংশ এবং নারী ২০ দশমিক ৯৫ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/০৬ জুলাই ২০২০/পিপিএম