Breaking News

এবার করোনায় আক্রান্ত সাবেক এমপি বদি

কক্সবাজার সংবাদদাতা; কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ আব্দুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার (১৯ জুন ২০২০) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের রিপোর্টে তার করোনাভাইরাস পজেটিভ এসেছে। বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।

আব্দুর রহমান বদি করোনা পজেটিভ হলেও তার স্ত্রী শাহিন আক্তারের শরীরে করোনাভাইরাস সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি। শাহিন আক্তার বর্তমানে কক্সবাজার-৪ আসনের এমপি।

জানা গেছে, কভিড-১৯-এর উপসর্গ নিয়ে বদি ও তার স্ত্রী কয়েকদিন ধরেই নিজ বাসায় ছিলেন। প্রথমে বদির স্ত্রী শাহিন আক্তারের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নেগেটিভ আসে। কিন্তু তার টাইফয়েড ধরা পড়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এদিকে আজ কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব পরীক্ষায় বদির করোনাভাইরাস পজেটিভ আসে। তিনি বর্তমানে কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৯    জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫  হাজার ৫৩৫জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৮২ হাজার ৫৪৮টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ পাঁচহাজার ৫৩৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৮১ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪২ হাজার ৯৪৫ জন।

আমাদের বাণী ডট কম/১৯   জুন ২০২০/পিপিএম 

Check Also

দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান। কভিড-১৯ …