এবার করোনায় আক্রান্ত বলিভিয়ার প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর, ঢাকা;   করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট জিনাইন আনেজ। বৃহস্পতিবার একটি টুইট বার্তায় তিনি নিজেই এমনটি জানিয়েছেন। টুইটারে এই রাষ্ট্রপ্রধান লিখেছেন, কোভিড-১৯ পরীক্ষায় আমার ফল পজিটিভ এসেছে, আমি ভালো আছি। আইসোলেশনে থেকে আমি কাজ করে যাবো।

টুইটারে পোস্ট করা ভিডিওতে ৫৩ বছর বয়সী আনেজ বলেছেন, আরেকটি পরীক্ষার আগে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। মাত্র কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় দক্ষিণ আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে করোনায় আক্রান্ত হলেন আনেজ। গত মঙ্গলবার করোনা পজিটিভ হয় ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর।

সম্প্রতি আনেজের মন্ত্রিপরিষদের ৪ জন করোনায় আক্রান্ত হন। প্রেসিডেন্ট বলেছেন, গত সপ্তাহে তাদের অনেকের পজিটিভ হওয়ায় আমি পরীক্ষা করাই এবং আমারও পজিটিভ হয়েছে।

প্রসঙ্গত, বলিভিয়ার এ পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ১হাজার ৫০০ মানুষ।

আমাদের বাণী ডট কম/১০  জুলাই  ২০২০/পিপিএম 

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …