আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা; ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির স্ত্রী ও দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার (১২ জুন ২০২০) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে।
- তবে স্ত্রীর করোনা ধরা পড়লেও প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও তার দুই সন্তানের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
ফেসবুকে দেয়া এক পোস্টে ফার্স্ট লেডি ওলেনা বলেছেন, ‘আজ আমি করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পেয়েছি। অপ্রত্যাশিত খবর। বিশেষ করে আমি, আমার পরিবার প্রতিনিয়ত মাস্ক, গ্লোভস ও দূরত্ব মেনে চলেছি তারপরও আমার রিপোর্ট পজিটিভ এসেছে।’
- ওলেনা বলেছেন, বর্তমানে তিনি ভালো আছেন। হাসপাতালে ভর্তি হননি। তবে স্বামী, সন্তান থেকে আইসোলেশনে আছেন তিনি।।
উল্লেখ্য, ইউক্রেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৩০ হাজার ৫০৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছে ৮৮০ জন। সুস্থ হয়ে ফিরেছেন ১৩ হাজার ৯৭৬ জন। সূত্র- রয়টার্স।
আমাদের বাণী ডট কম/১৩ জুন ২০২০/ডিএ