এইচএসসি ভোকেশনাল রসায়ন অ্যাসাইনমেন্ট উত্তর – HSC Vocational Chemistry Assignment Answer

এইচএসসি ভোকেশনাল রসায়ন-১ অ্যাসাইনমেন্ট উত্তর

১। ল্যাবরেটরিতে টেস্টটিউবের মধ্যে রাসায়নিক উপাদানকে উত্তপ্ত করার সময় হঠাৎ করে ছিটকে কারাে মুখে পড়লে কী কী করণীয় ব্যাখ্যা কর।
নির্দেশনা :

উত্তর

(ক) ল্যাবরেটরির দুর্ঘটনা প্রতিরােধের উপায় বর্ণনা করবে।
(খ) ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রীর নাম ও ব্যবহার লিখবে।
(গ) বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে সচেতন থাকতে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যয়নের গুরুত্ব ব্যাখ্যা করবে।

২। 2d, 2p, 3d, 3f, 4p, 6s, lp অরবিটালগুলোর বর্ণনা দাও।
নির্দেশনা :

ক) অর্বিটালগুলাোর মধ্যে কোনটি সম্ভব কোানটি অসম্ভব তা লিখবে।
খ) ৩d ও ৪p অবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যুক্তিসহ ব্যাখ্যা করবে।
গ) ৩নং শক্টিস্তরের ইলেকট্রনসমূহ ৪টি কোায়ান্টাম সংখ্যাই যথাযথভাবে মেনে চলে-উক্তিটি প্রমাণ করবে।

 

এইচএসসি ভোকেশনাল রসায়ন এসাইনমেন্ট উত্তর

৩। নিচের তালিকা অনুসারে নির্দেশনায় বর্ণিত প্রশ্নগুলোর উত্তর লেখ।
নির্দেশনা :
Li
Ве
N
F
Br

উত্তর

(ক) উপরের তালিকায় শূন্যস্থানের মৌলটির নাম, প্রতীক ও ইলেকট্রন বিন্যাস লিখবে।
(খ) উপরের তালিকায় যে পর্যায়ের কথা বলা হয়েছে সেই পর্যায়ের মৌলগুলোর আয়নিকরন শক্তি কীরুপে পরিবর্তীত হয় তা ব্যাখ্যা করবে।
(গ) একই গ্রুপের উপর হতে নিচের দিকে অগ্রসর হলে তড়িৎ ঋণাত্মকতার কি পরিবর্তন হবে, তালিকার আলােকে বিশ্লেষণ করে লিখবে।

৪। N2+3H; 5 ? + 92.2 KJ/mol
নির্দেশনা :

ক) বিক্রিয়াটি পূর্ণ করবে
খ) উক্ত বিক্রিয়ার ক্ষেত্রে ভরক্রিয়ার সুত্র ব্যবহার করে K, ও K. এর সমীকরণ লিখবে।
গ) উক্ত বিক্রিয়ার ক্ষেত্রে তাপ ও চাপের প্রভাব আছে কি না ব্যাখ্যা করবে।

উত্তর

এইচ এস সি ভোকেশনাল এসাইনমেন্ট রসায়ন উত্তর

 

১। খাদ্য লবণ বা অবিশুদ্ধ সােডিয়াম ক্লোরাইড থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড কেলাস প্রস্তুত প্রণালী বর্ণনা কর।
নির্দেশনা :

ক) প্রস্তুত প্রণালীর মূলনীতি লিখবে।
খ) প্রয়ােজনীয় রাসায়নিক দ্রব্যের নাম লিখবে।
গ) প্রয়ােজনীয় যন্ত্রপাতির নাম লিখবে।
ঘ) কাজের ধারা লিখবে।
ঙ) প্রয়ােজনীয় চিত্র অঙ্কন করবে।
চ) সতর্কতা সমূহ লিখবে।

উত্তর

HSC Vocational Chemistry-1 Assignment Answer

Check Also

ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ – class 6 Science assignment 2022 5th week

ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ class 6 Science assignment 2022 5th week ৬ষ্ঠ …