উয়ারী-বটেশ্বর
তথ্যঃ
উয়ারী-বটেশ্বর’ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান।
এটি নরসিংদী জেলার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
নরসিংদী জেলার বেলাব উপজেলা ও শিবপুর উপজেলায় অবস্থিত দুটি গ্রাম, এদের একটির নাম উয়ারী এবং অন্যটির নাম ‘বটেশ্বর।
১৯৩০ সালে স্কুল শিক্ষক হানিফ পাঠানের সহায়তায় এটি জনসমক্ষে আসে।
কার্বন-১৪ পরীক্ষায় জানা যায় এটি প্রায় আড়াই হাজার বছরের পুরােনাে তথা খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দের ।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল?
উ: আড়াই হাজার বছর আগে।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বর খনন কাজের নেতৃত্ব দেন কে?
উ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতান্ত্রিক বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বর খননের ফলে কোনটি আবিষ্কৃত হয়?
উঃ মাটির নিচে অবস্থিত একটি দুর্গ নগর, বন্দর এবং ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার ভাতার আবিষ্কৃত হয়েছে।
প্রশ্ন: মাটির নিচের শহর’ নামে খ্যাত কোনটি?
উঃ উয়ারী-বটেশ্বর।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত?
উঃ পুরাতন ব্রহ্মপুত্র নদ।