উপনিবেশিক শাসন

উপনিবেশিক শাসন

প্রশ্ন: বাংলায় ইউরােপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?

উঃ পর্তুগিজরা।

প্রশ্ন: ইউরােপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে?

উঃ ১৪৮৭ সালে।

প্রশ্ন:পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন কত সালে?

উঃ ১৪৯৮ সালে।

প্রশ্ন: ইংরেজরা ভারতবর্ষে আসেন কত সালে?

উঃ ১৬০৮ সালে।

প্রশ্ন: পর্তুগিজরা কবে বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে?

উঃ ১৫৮০ সালে।

প্রশ্ন: পর্তুগিজদের পর কারা বাণিজ্যের জন্য বাংলায় আসেন?

উঃ ওলন্দাজরা।

প্রশ্ন: কোন সালে “ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?

উঃ ১৬০০ সালে।

প্রশ্ন: উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বাণিজ্য স্থাপন করে?

উঃ ইন্দোনেশিয়ায়।

প্রশ্ন: ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?

উঃ সুরাটে।

প্রশ্ন: কোন মােঘল সম্রাট ইংরেজদের বাণিজ্যিক কুঠি স্থাপনের অনুমতি দেন?

উঃ সম্রাট জাহাঙ্গীর।

প্রশ্ন: কোন মােঘল সম্রাটের সাথে চুক্তির ফলে ইংরেজ কোম্পানি বিনা শুল্কে বাংলাদেশ ও মােঘল সাম্রাজ্যের সর্বত্রে বাণিজ্য করার অধিকার লাভ করে?

উঃ সম্রাট জাহাঙ্গীর।

প্রশ্ন: কোন চুক্তির ফলে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করে?

উঃ এলাহাবাদ চুক্তি।

প্রশ্ন: বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল?

উঃ কলকাতার ফোর্ট উইলিয়াম কুঠি বা দুর্গটি।

প্রশ্ন: মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে?

উঃ ১৬৬০ সালে।

প্রশ্ন: কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?

উঃ ইংরেজ কর্মচারী জন চার্নক।

প্রশ্ন: ইংরেজরা কোন সালে বাংলা আক্রমণ করে?

উঃ ১৬৮৬ সালে ।

প্রশ্ন: পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?

উঃ ২৩ শে জুন, ১৭৫৭ সালে।

প্রশ্ন: নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে কোন সালে যুদ্ধ বারধে?

উঃ ১৭৬৪ সালে বক্সার যুদ্ধ।

প্রশ্ন: উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর কে ছিল?

উঃ লর্ড ক্লাইভ।

প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন কে?

উঃ লর্ড ক্লাইভ।

প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু করা হয়?

উঃ ১৭৬৫ সালে ।

প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থা কবে বাতিল করা হয়?

উঃ ১৭৭২ সালে।

প্রশ্ন: বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব কার ওপর ন্যস্ত হয়?

উঃ নবাবের।

প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যস্ত হয়?

উঃ লর্ড ক্লাইভ।

প্রশ্ন: নিলাম সূত্রে কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

প্রশ্ন: চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে?

উঃ লর্ড কর্নওয়ালিস।

প্রশ্ন: কত সালে চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয়?

উঃ ১৭৯৩ সালে।

প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভূমির প্রকৃত মালিক হন কে?

উঃ জমিদারগণ।

প্রশ্ন: ‘সূর্যাস্ত আইন কীসের সাথে যুক্ত?

উঃ চিরস্থায়ী বন্দোবস্ত।

প্রশ্ন: ‘ছিয়াত্তরের মন্বন্তর’ এর মূল কারণ কী ছিল?

উঃ লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থা।

প্রশ্ন: ‘ছিয়াত্তরের মন্বন্তর’ এর সময় বাংলার গভর্নর ছিলেন কে?

উঃ জন কার্টিয়ার।

প্রশ্ন: বাংলা কত সালে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল?

উঃ ১১৭৬ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: ইংরেজি কত সালে ‘ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল?

উঃ ১৭৭০ সালে।

প্রশ্ন: ‘পঞ্চাশের মন্বন্তর কখন হয়েছিল?

উঃ ১৩৫০ বঙ্গাব্দে এবং ১৯৪৩ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: বাংলায় নীল চাষ শুরু হয় কবে?

উঃ ১৭৭০ সালে।

প্রশ্ন: বাংলায় প্রথম নীল চাষ শুরু করে কোন ব্রিটিশ শাসক?

উঃ জন কার্টিয়ার।

প্রশ্ন: বাংলায় নীল চাষ চিরতরে বন্ধ করেন কোন ব্রিটিশ শাসক?

উঃ লর্ড ল্যান্সডাউন (১৮৯২ সালে)

প্রশ্ন: ‘অন্ধকূপ হত্যাকাণ্ড’ কখন সংগঠিত হয়েছিল?

উঃ ১৭৫৬ সালে।

প্রশ্ন: ‘অন্ধকূপ হত্যাকাণ্ড এর কল্পিত কাহিনির মূল হােতা কে?

উঃ ইংরেজ সেনাপতি জে. জেড হলওয়েল। তিনি দাবি করেন যে নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা দখলের সময় একটি ছােট কামরায় ইংরেজ সৈন্যদের বন্দী করে রাখলে সেখানে ১২৩ জন মারা যায়। এটাকে ‘অন্ধকূপ হত্যাকাণ্ড বা ‘Black Hole Tragedy’ -ও বলা হয়।

প্রশ্ন: কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থাপন করেন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

প্রশ্ন: ‘বর্গী নামে কারা পরিচিতি ছিল?

উঃ মারাঠারা।

প্রশ্ন: ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোথায়?

উঃ বক্সারে।

প্রশ্ন: বক্সারের যুদ্ধ হয়েছিল কোন সালে?

উঃ ১৭৬৪ সালে।

প্রশ্ন: উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বাের্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস ।

প্রশ্ন: পাঁচশালা বন্দোবস্ত’ কে প্রবর্তক করেন?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

প্রশ্ন: আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক?

উঃ লর্ড বেন্টিঙ্ক।

প্রশ্ন: কত সালে আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন শুরু হয়?

উঃ ১৮৩৫ সালে।

প্রশ্ন: উপমহাদেশে সংস্কৃত ও ফরাসি পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন কে?

উঃ লর্ড বেন্টিঙ্ক।

প্রশ্ন: ‘সতীদাহ প্রথার বিলােপ সাধন কে?

উঃ লর্ড বেন্টিঙ্ক।

প্রশ্ন: ‘সতীদাহ প্রথার বিলােপ করা হয় কত সালে?

উঃ ১৮২৯।

প্রশ্ন: কোন বাঙালি সতীদাহ প্রথার বিলােপ সাধনে অগ্রণী ভূমিকা পালন করেন?

উঃ রাজা রামমােহন রায় ।

প্রশ্ন: বিধবা বিবাহ আইন প্রচলন করেন কে?

উঃ লর্ড ডালহৌসি।

প্রশ্ন: কত সালে বিধবা বিবাহ আইন প্রচলন করা হয়?

উঃ ১৮৫৬ সালে।

প্রশ্ন: কোন বাঙালি বিধবা বিবাহ আইন প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন?

উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

প্রশ্ন: উপমহাদেশের সর্বপ্রথম রেল যােগাযােগ চালু করেন?

উঃ লর্ড ডালহৌসি ।

প্রশ্ন: উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার কে প্রচলন করেন?

উঃ লর্ড ক্যানিং।

প্রশ্ন: উপমহাদেশে ব্রিটিশ বিরােধী সিপাহী বিপ্লব কোন সালে ও কোথায় সংঘটিত হয়?

উঃ ১৮৫৭ সালে, বঙ্গদেশের ব্যারাকপুরে।

প্রশ্ন: ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহকারী প্রথম বাঙালি কে?

উঃ সৈয়দ মীর নেসার আলী (তার আরেক নাম হলাে- তিতুমীর। তাঁর এই বিদ্রোহকে ‘বারাসাত বিদ্রোহ বলা হয়।)

প্রশ্ন: ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি?

উঃ ফকির-সন্ন্যাসী বিদ্রোহ।

প্রশ্ন: উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি?

উঃ সিপাহী বিপ্লব।

প্রশ্ন: সিপাহী বিপ্লবের সময় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসক কে ছিলেন?

উঃ লর্ড ক্যানিং।

প্রশ্ন: সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন?

উঃ মিয়ানমারের ইয়াঙ্গুনে।

প্রশ্ন: ‘জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড’ বা ‘অমৃতসর হত্যাকাণ্ড’ সংঘটিত হয় কবে?

উঃ ১৯১৯ সালে। (আর এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট উপাধি’ ত্যাগ করেছিলেন।

প্রশ্ন: ‘জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড’ বা ‘অমৃতসর হত্যাকাণ্ড’ এর সময় উপমহাদেশে ব্রিটিশ শাসক কে ছিলেন?

উঃ লর্ড চেমসফোর্ড।

প্রশ্ন: পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পূর্বনাম কী ছিল?

উঃ ভিক্টোরিয়া পার্ক।

প্রশ্ন: ভিক্টোরিয়া পার্ক/ বাহাদুর শাহ পার্কের সাথে কোন স্মৃতি জড়িত?

উঃ সিপাহী বিপ্লব।

প্রশ্ন: কোন দেশের লােকদের ওলন্দাজ বলা হয়?

উঃ হল্যান্ড।

প্রশ্ন: উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?

উঃ লর্ড মাউন্টব্যাটন

উপমহাদেশে বিভিন্ন ব্রিটিশ শাসকের গুরুত্বপূর্ণ সংস্কারসমূহঃ

লর্ড ক্লাইভ

📝দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন।

লর্ড ওয়ারেন হেস্টিংস

📝দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন।

📝উপমহাদেশে প্রথম রাজস্ব বাের্ড গঠন করেন।

📝ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার

📝পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন।

লর্ড কর্নওয়ালিস

📝চিরস্থায়ী বন্দোবস্ত করেন।

📝স্থায়ী ভূমি ব্যবস্থার প্রচলন করেন।

📝দশশালা বন্দোবস্ত চালু করেন।

📝সূর্যাস্ত আইন প্রণয়ন করেন।

📝ইন্ডিয়ান সিভিল সার্ভিস বিধি প্রণয়ন করেন।

লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

📝সতীদাহ প্রথা রহিত করেন।

📝ঠগী দমন করেন।

📝নিম্ন আদালত প্রতিষ্ঠা করেন।

📝ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসারে সর্বপ্রথম আইন প্রণয়ন করেন

লর্ড ডালহৌসি

📝বিধবা বিবাহ আইন প্রণয়ন করেন।

📝স্বত্ব বিলােপনীতি প্রণয়ন করেন।

📝উপমহাদেশে প্রথম রেল যােগাযােগ চালু করেন।

📝ডাক যােগাযােগ প্রতিষ্ঠা করেন।

লর্ড ক্যানিং

📝উপমহাদেশে প্রথম কাগজের টাকা চালু করেন।

📝উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করেন।

📝খাজনা আইন চালু করেন।

লর্ড মেয়াে

📝১৮৭২ সালে উপমহাদেশ প্রথম আদমশুমারি চালু করেন।

লর্ড লিটন

📝অস্ত্র আইন (আর্মস অ্যাক্ট) পাস করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করেন।

লর্ড রিপন

📝১৮৮২ সালে হান্টার কমিশন’ তথা ‘ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠন করেন।

📝সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন।

📝 ইলবার্ট বিল প্রণয়ন করেন।

📝বেঙ্গল মিউনিসিলাল আইন প্রবর্তন করেন।

লর্ড ডাফরিন

📝বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন করেন।

লর্ড কার্জন

📝১৯০৫ সালে বঙ্গভঙ্গ করেন।

📝ভূ-সম্পত্তি বিষয়ক সংস্কার করেন (আর ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন লর্ড ওয়ারেন হেস্টিং)

লর্ড মিন্টো

📝মর্লি-মিন্টো সংস্কার আইন প্রণয়ন করেন।

লর্ড হার্ডিঞ্জ

📝১৯১১ সালে বঙ্গভঙ্গ রদে করেন।

📝ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন।

লর্ড চেমসফোর্ড

📝মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন প্রণয়ন করেন।

📝রাওলাট আইন প্রণয়ন করেন।

লর্ড আরউইন

📝১৯২৭ সালে সাইমন কমিশন গঠন করেন।

লর্ড ওয়েলিংডন

📝১৯৩৫ সালে ভারত শাসন আইন প্রণয়ন করেন।

📝ভারতবর্ষে মুসলিম ও হিন্দুদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করেন।

লর্ড লিনলিথগাে

📝ক্রিপস মিশন

লর্ড ওয়াভেল

📝কেবিনেট মিশন

লর্ড মাউন্টব্যাটেন

📝ভারতীয় স্বাধীনতা আইন পাশ

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …