উত্তর আমেরিকা মহাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন

উত্তর আমেরিকা মহাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন

ইতালির নাবিক কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করেন?

–১৪৯২ সালে।

আমেরিকা স্বাধীনতা লাভ করে কবে?

– ১৭৭৬ সালে

আমেরিকা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে কবে?

– ১৭৮৩ সালে (প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে)

কোন চুক্তির মাধ্যমে আমেরিকা বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?

– প্রথম ভার্সাই চুক্তি ১৭৮৩

যুক্তরাষ্ট্র ও বৃটেন মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কী নামে পরিচিত?

– প্রথম ভার্সাই চুক্তি ১৭৮৩/ প্যারিস চুক্তি ১৭৮৩

যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয় কবে?

– ১৭৮৯ সালে

পৃথিবীর সবচেয়ে ছােট সংবিধান কোন দেশের?

– যুক্তরাষ্ট্রের; মাত্র ৭টি অনুচ্ছেদ।
– (আর পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান- ভারতের)

মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কে?

– ফ্রান্স

ফ্রান্স করে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়?

— ১৮৮৬ সালে
(আর আমেরিকা স্বাধীনতা লাভ করে-১৭৭৬ সালে)

যুক্তরাষ্ট্রের মােট অঙ্গরাজ্য কয়টি?

– ৫০ টি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সময় অঙ্গরাজ্য কয়টি ছিল?

– ১৩ টি

যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভােটের সংখ্যা সবচেয়ে বেশি?

– ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে
(আর আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য হলাে- আলাস্কা)

যুক্তরাষ্ট্রের মােট ইলেক্টোরালের সংখ্যা কত?

– ৫৩৮টি।

যুক্তরাষ্ট্রের মােট ‘হাউজ অব রিপ্রেজেনটেটিভ’-এর সংখ্যা কত?

-৪৩৫ টি

যুক্তরাষ্ট্রের সিনেট এর আসন সংখ্যা কত?

– ১০০ টি। (প্রতিটি অঙ্গরাজ্যে ২ টি করে)

যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?

– কংগ্রেস।

যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কী?

– সিনেট।

যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কী?

– হাউজ অব রিপ্রেজেনটেটিভ।

যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের মেয়াদ কত বছর?

– ৬ বছর।

যুক্তরাষ্ট্রের আইনসভার নিকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভের মেয়াদ কত বছর?

– ৪ বছর।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ কত বছর?

– ৪ বছর।

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA) কত সালে প্রতিষ্ঠিত হয়?

– ১৯৫৮ সালে

নাসা (NASA) এর সদর দপ্তর কোথায়?

– ওয়াশিংটন ডিসিতে

মাদার অব অল বােম্বস’ কোন দেশের?

– মার্কিন যুক্তরাষ্ট্রের
– (মনে রাখুন এভাবে, মাদার বােম্ব মার্কিনিদের। তবে মনে রাখতে হবে, ফাদার অব অল বােম্বস’ হলাে রাশিয়ার)

আমেরিকার স্বাধীনতা সংগ্রামের নায়ক কে ছিলেন?

– জর্জ ওয়াশিংটন

আমেরিকার কোন প্রেসিডেন্ট হােয়াইট হাউজে বসবাস করেননি?

– আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন।

হােয়াইট হাউজে বসবাসকারী প্রথম আমেরিকান প্রেসিডেন্টের নাম কী?

– জন এডামস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?

– হােয়াইট হাউজ

যুক্তরাষ্ট্র কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার কাছ থেকে ক্রয় করে?

– আলাস্কা অঙ্গরাজ্য

যুক্তরাষ্ট্র কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে?

– লুইজিয়ানা অঙ্গরাজ্য

যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যােগ দেয়?

– হাওয়াই অঙ্গরাজ্য

আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহওম অঙ্গরাজ্য কোনটি?

– আলাস্কা অঙ্গরাজ্য

পার্ল হারবার’ যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত?

– হাওয়াই দ্বীপপুঞ্জ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রধান নৌ-ঘাঁটি পার্ল হারবারে জাপান কবে আক্রমণ চালায়?

– ১৯৪১ সালের ৭ ডিসেম্বর।

যুক্তরাষ্ট্র কবে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে?

– ১৯৪১ সালের ৭ ডিসেম্বর।

জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি?

– ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য (এই জন্য ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভােটারের সংখ্যা বেশি)

আয়তনে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি?

– রােড আইল্যান্ড

যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম প্রেসিডেন্টের নাম কী?

– জন এফ কেনেডি

মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন?

–ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন?

– ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?

– উড্রো উইলসন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?

– ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস ট্রম্যান

কিউবা ক্ষেপণাস্ত্র সংকট’ এর সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?

– জন এফ কেনেডি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার কোন প্রেসিডেন্ট ক্ষমতায় ছিলেন?

– রিচার্ড নিক্সন

ওয়াটার গেট কেলেংকারী’-এর সঙ্গে জড়িত কোন মার্কিন প্রেসিডেন্ট?

– রিচার্ড নিক্সন

I Have a Dream”- উক্তিটি কার?

– মার্টিন লুথার কিং

আমেরিকার কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং কবে আততায়ীর গুলিতে প্রাণ হারান?

– ১৯৬৮ সালে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা কবে ভােটাধিকার লাভ করে?

– ১৯২০

দ্বীপ রাষ্ট্র ‘মার্শাল দ্বীপপুঞ্জ-এর প্রতিরক্ষা ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে কোন দেশ?

– যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?

– ইউরােপিয়ান ইউনিয়ন (ইইউ)

‘গুয়ানতানামাে বে’ কোথায় অবস্থিত?

– কিউবা

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর কোথায় অবস্থিত?

– জাপানের ইউকোসুকে ।

দক্ষিণ ও উত্তর আমেরিকা যে প্রবাহের দ্বারা সংযুক্ত?

– পানামা খাল

‘সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত?

– মার্কিন যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের লস অ্যালেস’ কেন বিখ্যাত?

– চলচ্চিত্র শিল্পের জন্য

ওয়াল স্ট্রিট (Wall Street) কোথায় অবস্থিত?

– নিউইয়র্কে।

‘ওয়াল স্ট্রিট’ (Wall Street) কেন বিখ্যাত?

– শেয়ার বাজারের জন্য।

গ্রাউন্ড জিরাে’ (Ground Zero) কোথায় অবস্থিত?

– নিউইয়র্কে।

গ্রাউন্ড জিরাে’ (Ground Zero) কেন আলােচিত?

– ৯/১১-এ আল-কায়দা কর্তৃক হামলার নিদর্শনের জন্য।

বিগ আপেল’ নামে পরিচিত কোন শহর?

– নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন কনসাস (Washington Consensus) কোন বিষয়ের সাথে সম্পৃক্ত?

– নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন

“কু ক্ল্যান ক্ল্যাক্স কী?

– যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বর্ণবাদী গ্রুপ।

Black Lives Matter কী?

– যুক্তরাষ্ট্রে বসবাসরত আফ্রো- আমেরিকান সম্প্রদায়ের একটি বর্ণবাদ বিরােধী অনলাইনভিত্তিক আন্দোলন; যা ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়।

“ফেয়ার ফ্যাক্স কী?

– যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি গােয়েন্দা সংস্থা
–  (কিন্তু ইন্টারফ্যাক্স হলাে রাশিয়ার বার্তা সংস্থা।)

কোন শহরটি “বিগ অ্যাপেল’ নামে বিশ্বে পরিচিত?

– নিউইয়র্ক

কোন শহরকে বিশ্বের রাজধানী বলা হয়?

– নিউইয়র্ক
– ( জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত। তাই এখানে বিশ্বের রাজধানী রূপে বিশ্বের সকল নেতা একত্র হয়)

মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফর কোথায়?

– সৌদি আরবে

মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প আমেরিকার কত তম প্রেসিডেন্ট?

– ৪৫ তম

যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শুরু হয় কত সালে?

– ১৮৬১ সালে

যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শেষ হয় কত সালে?

– ১৮৬৫ সালে

যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বন্ধ করেন?

– প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন কত সালে আততায়ীর হাতে নিহত হন?

– ১৮৬৫ সালে

যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয় কত সালে?

– ১৮৬৩ সালে

যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করেন কে?

– প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন

বিখ্যাত গেটিসবার্গ ভাষণ’-টি কার?

– প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
– (গেটিসবার্গের ভাষণের সাথে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের তুলনা করা হয়)

প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বিখ্যাত গেটিসবার্গ ভাষণ’-টি কত সালে প্রদান করেন?

– ১৮৬৩ সালে

আব্রাহাম লিংকন আমেরিকার কত তম প্রেসিডেন্ট ছিলেন?

– ১৬ তম

গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত?

১৮৬১-১৮৬৫ সাল পর্যন্ত মার্কি যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ চলছিল। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ চলাকালীন ১৮৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন পেনসিলভানিয়ার গেটিসবার্গে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে এক ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণ বিখ্যাত ভাষণটি গেটিসবার্গের ভাষণ বা ‘Gettysburg Address’ নামে পরিচিত।

যুক্তরাষ্ট্রের নারীরা প্রথম ভােটাধিকার লাভ করে কত সালে?

– ১৯২০ সালে
– ( বিশ্বে সর্বপ্রথম নারীরা ভােটাধিকার লাভ করে- নিউজিল্যান্ডের নারীরা; ১৮৯৩ সালে। অন্যদিকে, ইউরােপের দেশগুলাের মধ্যে প্রথম নারীরা ভােটাধিকার লাভ করে ফিনল্যান্ডের নারীরা- ১৯০৬ সালে ।)

কোন স্থানকে পশ্চিমের জিব্রাল্টার বলা হয়?

– কানাডার কুইবেক অঞ্চলকে

কানাডার কোন প্রদেশে ফরাসি ভাষাভাষীর লােক সর্বাধিক?

– কুইবেক প্রদেশ

ম্যাপল পাতার দেশ বলা হয় কাকে?

– কানাডকে

কাগজ শিল্পের জন্য বিশ্বের বিখ্যাত দেশ কোনটি?

– কানাডা

‘পপুলার লিবারেশন আর্মি কোন দেশের গেরিলা সংগঠন?

– মেক্সিকোর

বিশ্বের সবচেয়ে বড় সভ্যতার নাম কী?

– মায়া সভ্যতা
–  (তবে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হলাে মেসােপটেমীয় সভ্যতা)

বিশ্বের সবচেয়ে বড় সভ্যতার মায়া সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?

– মেক্সিকো তথা মধ্য আমেরিকায়

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

জাতিপুঞ্জ

জাতিপুঞ্জ জাতিপুঞ্জঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার যুক্তরাষ্টের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson) কে …