আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা; মুসলমানদের পবিত্র স্থান জেরুসালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি দখলদাররা জোরপূর্বক প্রবেশ করেছে। গতকাল রবিবার (১৪ জুন ২০২০) ফিলিস্তিনের একটি এনজিও এ ঘটনার কথা জানিয়েছে।
ওয়াদি হিলওয়াই তথ্য কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি পুলিশের সহায়তায় তারা ধর্মীয় স্থানটি পরিদর্শন করেন উল্লেখ্য, ইসরাইল ও ফিলিস্তিনে করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ায় মসজিদটি দুই মাস বন্ধ ছিল।
আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। একই সাথে ইহুদিরা এই অঞ্চলটিকে মাউন্ট টেম্পল বলে দাবি করে থাকে।
১৯৬৭ সালের আরব-ইসরাইলি যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুসালেম দখল করে নেয় যেখানে আল-আকসা মসজিদটি অবস্থিত। কিন্তু ১৯৮০ সাল থেকে আন্তর্জাতিক আইন অনুযায়ী জেরুসালেমসহ পুরো পশ্চিম তীরকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে ফিলিস্তিনি অঞ্চলের অংশ হিসেবে গণ্য করা হয়। একইসাথে সেখানে সকল ইহুদি বন্দোবস্তকে অবৈধ বলে বিবেচনা করা হয়েছে।
সূত্র : ইয়েনি শাফাক