আবহাওয়া ও জলবায়ু
প্রশ্ন: আবহাওয়া কাকে বলে?
উঃ কোনাে একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আদ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে।
প্রশ্ন: জলবায়ু কাকে বলে?
উঃ কোনাে একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। ( ভূগােল ও পরিবেশ, নবম দশম শ্রেণি, পৃ.৭৪)
প্রশ্ন: কোনাে একটি অঞ্চলের বায়ুমণ্ডলের নিম্নস্তরের প্রতিদিনের সামগ্রিক অবস্থাকে কী বলে?
উঃ আবহাওয়া বলে।
প্রশ্ন: কোনাে একটি অঞ্চলের বায়ুমণ্ডলের নিম্নস্তরের অনেক দিনের সামগ্রিক অবস্থাকে কী বলে?
উঃ জলবায়ু বলে।
প্রশ্ন: বাংলাদেশের ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগােলিক রেখা অতিক্রম করেছে?
উঃ কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যান্সার এবং ৯০ পূর্ব দ্রাঘিমা রেখা।
প্রশ্ন: বাংলাদেশের কোন জেলা কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যান্সার এবং ৯০ পূর্ব দ্রাঘিমাংশের ছেদবিন্দুতে অবস্থিত?
উঃ ফরিদপুর জেলা।
প্রশ্ন: ১ দ্রাঘিমা সমান কত মিনিট?
উঃ ৪ মিনিট
প্রশ্ন: বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্গত?
উঃ ক্রান্তীয় অঞ্চলের।
প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু সাধারণভাবে কী নামে পরিচিত?
উঃ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। ( বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলে হওয়ার কারণে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু)
প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু মােটামুটি কীরূপ?
উঃ সমভাবাপন্ন।
প্রশ্ন: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
উঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
প্রশ্ন: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?
উঃ ঢাকার আগারগাঁও।
প্রশ্ন: বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কয়টি?
উঃ ২টি । ঢাকা ও চট্টগ্রাম।
প্রশ্ন: বাংলাদেশে আবহাওয়া স্টেশন কয়টি?
উঃ ৩৫টি।
প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে কতটি কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র রয়েছে?
উঃ ১২টি।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ চট্টগ্রাম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৪ সালে।
প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে কতটি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে?
উঃ ৪টি।
প্রশ্ন: বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র কয়টি?
উঃ ৪টি।
প্রশ্ন: বাংলাদেশের ৪টি ভূ-উপগ্রহ কেন্দ্র কী কী?
উঃ ১. বেতবুনিয়া, রাঙামাটি (১৯৭৫),
২. তালিবাবাদ, গাজীপুর (১৯৮২),
৩. মহাখালী, ঢাকা (১৯৯৫),
৪. সিলেট, সিলেট (১৯৯৭)।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র এর নাম কী?
উঃ বেতবুনিয়া (রাঙামাটি)। এটি ১৯৭৫ সালে স্থাপন করা হয়।
প্রশ্ন: ‘ভূ-উপগ্রহ কেন্দ্র বলতে কী বােঝায়?
উঃ আন্তর্জাতিক টেলিযােগাযােগের মাধ্যম হিসেবে যে কেন্দ্র ব্যবহার করা হয়, তাই ভূ-উপগ্রহ কেন্দ্র।
প্রশ্ন: ‘SPARRSO’ কোন মন্ত্রণালয়ের অধীনে?
উঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ।
প্রশ্ন: ‘SPARRSO’ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৮০ সালে।
প্রশ্ন: ‘SPARRSO’- এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উঃ ঢাকার আগারগাঁও।
প্রশ্ন: বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
উঃ ২৬.০১ সেলসিয়াস।
প্রশ্ন: বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা কত?
উঃ ১৭.৭ সেলসিয়াস (প্রায় ১৮ সেলসিয়াস)।
প্রশ্ন: বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত এর পরিমাণ কত?
উঃ ২০৩ সেন্টিমিটার।
প্রশ্ন: বাংলাদেশে সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোথায় হয়?
উঃ সিলেটের লালখানে।
প্রশ্ন: বাংলাদেশে সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কোথায় হয়?
উঃ নাটোরের লালপুরে।
প্রশ্ন: বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কী?
উঃ নাটোরের লালপুর। ( নাটোরের লালপুরে গড় বৃষ্টিপাত কম হয় বলে ঐ স্থান উষ্ণ অর্থাৎ গরম বেশি পড়ে)
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চল অধিক খরাপ্রবণ?
উঃ উত্তর-পশ্চিমাঞ্চল। (রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া জেলা)
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চল অধিক বৃষ্টিপ্রবণ?
উঃ উত্তর-পূর্বাঞ্চল। (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা]
প্রশ্ন: বাংলাদেশের অধিক খরাপ্রবণ/উষ্ণতম জেলা কোনটি?
উঃ রাজশাহী জেলা।
প্রশ্ন: বাংলাদেশের শীতলতম জেলা কোনটি?
উঃ সিলেট জেলা।
প্রশ্ন: বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
উঃ শ্রীমঙ্গল।
প্রশ্ন: বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন স্টেশনে রেকর্ড করা হয়?
উঃ সিলেট স্টেশন। ( সিলেট অঞ্চলে গড় বৃষ্টিপাত বেশি হয় বলে ঐ স্থানে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়)
প্রশ্ন: গ্রিনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় অগ্রগামী কত?
উঃ +৬ ঘণ্টা। (তাই লন্ডনের সময়ের সাথে বাংলাদেশের সময় বের করার জন্য লন্ডনের সময়ের সাথে ৬ ঘণ্টা যােগ করতে হবে; অথবা | বাংলাদেশের সময় থেকে ৬ ঘণ্টা বিয়ােগ করলে লন্ডনের সময় পাওয়া যাবে)।
প্রশ্ন: বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
উঃ জানুয়ারি।
প্রশ্ন: বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
উঃ এপ্রিল।