আবদুল্লাহ আল মামুন
➡️তিনি বাংলাদেশের একজন বিখ্যাত নাট্যকার।
📒তাঁর রচিত বিখ্যাত নাটকসমূহ:
সুবচন নির্বাসনে,
এখনও দুঃসময়,
এখনও ক্রীতদাস,
কোকিলারা,
জন্মদিন,
তৃতীয় পুরুষ,
সেনাপতি।
📒কিছু প্রশ্ন
➡️প্র: আবদুল্লাহ আল মামুন কবে, কোথায় জন্ম গ্রহণ করেন?
উ: ১৯৪২ সালের ১৩ই জুলাই; জামালপুর জেলা সদরের আমলা পাড়ায়।
➡️প্র: তাঁর প্রথম প্রকাশিত নাটক কোনটি?
উ : শপথ (১৯৬৪)।
➡️প্র: তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থ?
📒 নাটক:
সুবচন নির্বাসনে (১৯৭৪),
এখন দুঃসময় (১৯৭৫),
এবার ধরা দাও (১৯৭৭),
শাহজাদীর কাল,
নেকাব (১৯৭৮),
চারদিকে যুদ্ধ (১৯৮৩),
এখনও ক্রীতদাস (১৯৮৪),
কোকিলারা (১৯৯०).
মেরাজ ফকিরের মা (১৯৯৭);
📒উপন্যাস:
মানব তােমার সারা জীবন (১৯৮৮ ),
হায় পার্বতী (১৯৯১),
খলনায়ক (১৯৯৭)।
➡️প্র : তাঁর রচিত এক চরিত্রনির্ভর নাটক কানটি?
উ : কোকিলারা (১৯৯০)।
📒পুরস্কারঃ
বাংলা একাডেমী পুরস্কার, ১৯৭৯
একুশে পদক লাভ করেন ২০০০ সালে।
জাতীয় টেলিভিশন পুরস্কার (১৯৭৮)
জাতীয় চলচ্চিত্র পুরস্কার( ১৯৮০, ১৯৮৮)
📒মৃত্যু
আগস্ট ২১, ২০০৮ (বয়স ৬৬)
ঢাকা, বাংলাদেশ।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক