Breaking News

আফ্রিকা মহাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন

আফ্রিকা মহাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন

‘ক্লিওপেট্রা’ কে ছিলেন?

– মিসরের রানি

ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

– মিসর (১৯৭৮ সালের ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে। এই কারণে মিসর ওআইসি এবং আরব লিগ থেকে বহিষ্কৃত হয়)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘আল আমিন কোথায় অবস্থিত?

– মিশরে

বিখ্যাত তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?

– মিশরে

হেলেনিস্টিক সংস্কৃতি কোথায় গড়ে ওঠেছিল?

– মিসরের আকেজান্দ্রিয়ায়

‘স্ফিংস’ কী?

– মিসরের পিরামিডের গায়ের মুর্তিকে স্ফিংস বলা হয়।

সুয়েজ খাল খনন শুরু হয় কবে?

– ১৮৫৯ সালে

সুয়েজ খাল কবে খনন শেষ হয় কবে?

– ১৮৬৯ সালে

সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে?

– ১৯৫৬ সালে

সুয়েজ খালের বর্তমান দৈর্ঘ্য কত?

– ১৯৩ কিলােমিটার

সুয়েজ খাল কনন প্রকল্পের মূল পরিকল্পনাকারী (নকশাবিদ) ছিলেন কে?

– ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দে লেসেপাস।

কার আমলে সুয়েজ খাল খনন করা হয়?

– ইসমাইল পাশার রাজত্বকালে

সুয়েজ খাল যুক্ত করেছে কাকে?

– ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে

আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশের নাম কী?

– দক্ষিণ আফ্রিকা

আর বর্তমানে আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ হলাে কোনটি?

– নাইজেরিয়া

দক্ষিণ আফ্রিকার রাজধানী কয়টি?

– ৩টি
– (আইনসভার রাজধানী: কেপ টাউন;
– প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া (এটি মূলত কার্যকরী রাজধানী)
– এবং বিচারিক রাজধানী: ব্লমফাটিন)।

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) কত সালে গঠিত হয়েছিল?

– ১৯১২ সালে

কত সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নীতির প্রবর্তন করা হয়?

– ১৯৭১ সালে

দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নীতির প্রবর্তক কে?

– জেমস হার্জগ

বর্ণবাদ ও বর্ণবৈষম্য মােকাবেলায় প্রথম বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

– ১৯৭৮ সালে জেনেভায়

দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন?

– ডি ক্লার্ক

দক্ষিণ আফ্রিকায় কত বছর শ্বেতাঙ্গদের শাসন ছিল?

– ৩৪২ বছর

বান্টু কী?

– দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ আদিবাসীদের একত্রে বান্টু বলা হয়।

পৃথিবীর বিখ্যাত স্বর্ণের খনি জোহান্সবার্গ কোথায় অবস্থিত?

— দক্ষিণ আফ্রিকায়

পৃথিবীর বিখ্যাত হীরক খনি কিম্বার্লি কোথায় অবস্থিত?

– দক্ষিণ আফ্রিকায়

কৃষ্ণ আফ্রিকার প্রাচীনতম দেশ কোনটি?

– ইথিওপিয়া

কৃষ্ণ আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ কোনটি?

– নাইজেরিয়া
– (তবে বিশ্বের সবচেয়ে জনব হল কৃষ্ণাঙ্গ দেশ ভেনিজুয়েলা)

আফ্রিকার প্রথম প্রজাতন্ত্র কোনটি?

– লাইবেরিয়া

পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি কোনটি?

– পিগমী

পিগমি জাতি কোথায় বাস করে?

– কঙ্গোতে

‘হুতু’ ও ‘তুতুসি’ কোন দেশের উপজাতি?

– বুরুন্ডি

আফ্রিকার দেশ মরিশাসের অধিকাংশ লােক কোন দেশের বংশোদ্ভূত?

– ভারতের

আফ্রিকার কোন দেশের পর্যটন শিল্প যথেষ্ট উন্নত?

– মরিশাসের

ইথিওপিয়ার শেষ সম্রাট কে ছিলেন?

– হাইলে সেলাচি

Horns of Africa’ বলা হয় কোন দেশকে?

– ইথিওপিয়াকে

“Death Horns of Africa’ বলা হয় কোন দেশকে?

– শাদকে।

“Pearl of Africa’ বলা হয় কোন দেশকে?

– উগান্ডাকে

ইদি আমিন কোন দেশের স্বৈরশাসক ছিলেন?

– উগান্ডার

ইউনিটা বিদ্রোহী গােষ্ঠী কো দেশের?

– অ্যাঙ্গোলার

কোন দেশটি পূর্বে ‘গােল্ডকোস্ট’ নামে পরিচিত ছিল?

– ঘানা

আফ্রিকার লৌহমানব খ্যাত মুয়াম্মার গাদ্দাফি কত বছর লিবিয়ার ক্ষমতায় ছিল?

– ৪২ বছর

কোন দেশ বাংলাকে তাদের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?

– সিয়েরালিওন

কোন দেশের একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ সড়ক’ নামে?

– সিয়েরালিওন

কোন দেশের মধ্য দিয়ে শ্বেত নীল নদ প্রবাহিত?

– সুদান

আল শাবাব’ যে দেশের সংগঠন?

– সােমালিয়া

বােকো হারাম কোন দেশের সন্ত্রাসী সংগঠন?

– নাইজেরিয়া

কত সালে আরব বসন্ত শুরু হয়?

– ২০১০ সালে
– (আর সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয় ২০১১ সালে)

প্রথম কোন দেশে আরব বসন্ত শুর হয়?

– তিউনেশিয়া

তিউনেশিয়ার আরব বসন্ত কী নামে পরিচিত?

– জেসমিন বিপ্লব।

পেরেজিল দ্বীপ নিয়ে বিরােধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে?

– মরক্কো ও স্পেন।
-মরক্কোতে দ্বীপটি “লায়লা দ্বীপ নামে পরিচিত।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

জাতিপুঞ্জ

জাতিপুঞ্জ জাতিপুঞ্জঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার যুক্তরাষ্টের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson) কে …