আফগান বাহিনীর পাল্টা হামলায় ১৩ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস, ঢাকাঃ আফগানিস্তানের উত্তরাঞ্চরাঞ্চলীয় সামানগান প্রদেশের গোলযোগপূর্ণ দারা-ই-সুফ পায়ান জেলায় তালেবান হামলার জবাবে সেখানে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১৩ তালেবান নিহত হয়েছে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এখানে প্রাদেশিক পুলিশ সদরদপ্তরের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর সিনহুয়ার।

বিবৃতিতে বলা হয়, সশস্ত্র জঙ্গিরা শুক্রবার ভোরে দারা-ই-সুফ পায়ান জেলার বিভিন্ন নিরাপত্তা ফাঁড়িতে হামলা চালালে সেনা ও যুদ্ধবিমানের সাহায্যে পুলিশ সেখানে পাল্টা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ১৩ তালেবান নিহত এবং আরো পাঁচজন আহত হয়।

বিবৃতিতে আরো বলা হয়, তাদের কাছ থেকে অনেক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

এতে বলা হয়, এ যুদ্ধে নিরাপত্তা বাহিনীর কেবলমাত্র এক সদস্য আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ওই এলাকায় দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে উগ্রবাদ নির্মূল অভিযান অব্যাহত রয়েছে।

তবে এ হামলার ব্যাপারে এখন পর্যন্ত তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

আমাদের বাণী ডট কম/১৮ সেপ্টেম্বর ২০২০/পিপিএম 

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …