আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন – ২

আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন – ২

 

বিশ্বব্যাংক -World Bank (WB)

পাঁচটি অঙ্গসংঘঠনের সমন্বয়ে World Bank (WB) গঠিত হয় ১৯৪৫ সালে তবে এর কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সাল থেকে।

এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি. তে অবস্থিত।

বিশ্বব্যাংকের বর্তমান প্রধান নির্বাহি ক্রিস্টালিনা জার্জিভা।
চেয়ারম্যান ডেভিট ম্যালপাস

World Bank (WB) was formed in 1945, but its activities began in 1946.Its headquarters are located in Washington DC

IBRD (International Bank for Rconstruction and Development

পূর্ণগঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক: IBRD কেই মূলত বিশ্ব ব্যাংক বলা হয়।

IBRD এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে।

এটি মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রধান করে এবং উপদেষ্টা হিসেবে কাজ করে।

‘ IBRD’ ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘ World Development Report (WDR) প্রকাশ করে।

IBRD বর্তমান সদস্য সংখ্যা ১৮৯।

সর্বশেষ সদস্য নাউরু।

এর বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম (দক্ষিন কোরীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক)।

IDA (International Development Association)আন্তর্জাতিক উন্নয়ন সমিতি

IDA এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

বর্তমান সদস্য সংখ্যা ১৭৩।

এর বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম (দক্ষিন কোরীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক)।

IDA বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোতে সহজ শর্তে বিনা সুদে দীর্ঘ মেয়াদী ঋণ দিয়ে থাকে।

এ জন্য IDA কে ‘ Soft Loan Window ’ বলা হয়।

 

(IFC) International Finance Corporation

আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা:

উন্নয়নশীল দেশসমূহকে বেসরকারি পর্যায়ে উন্নয়ন ও সম্পদে ব্যবস্থাপনায় বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে।

এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

বর্তমান সদস্য সংখ্যা ১৮৪।

 

ICSID (International Centre for Settlement of Investment Disputes

পুঁজি বিনিয়োগ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র:

কোন রাষ্ট্র এবং অন্য সদস্য রাষ্ট্রের কোন উদ্যোগক্তার মধ্যে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তিতে সহায়তা করে। বর্তমান সদস্য সংখ্যা ১৬১।

এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

MIGA ( Multilateral Investment Guarantee Agency

বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা:

MIGA এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৮১।

এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে।

উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করা।

World Bank = IBRD + IDA

World Bank Group = IBRD+IDA+IFC+ MIGA+ ICSID

 

বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)

পূর্ণরূপ: Universal Postal Union

প্রতিষ্ঠাকাল : ৯ অক্টোবর, ১৮৭৪।

সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড।

বিশ্ব ডাক দিবস : ৯ অক্টোবর।

সদস্য সংখ্যা : ১৯২।

বাংলাদেশ UPU এর সদস্য পদ লাভ করে ১৯৭৩ সালে।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)

পূর্ণরূপ: International Telecommunication Union

প্রতিষ্ঠাকাল : ১৭ মে, ১৮৬৫।

সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড।

এর পূর্বসূরী সংস্থা IMO

মহাসচিব : চীনের হাওলিন ঝাও (Houlin Zhao)

বিশ্ব টেলিযোগাযোগ দিবস – ১৭ মে।

সদস্য সংখ্যা : ১৯৩।

বাংলাদেশ ITU এর সদস্য পদ লাভ করে ১৯৭৩ সালে।

 

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)

পূর্ণরূপ: International Civil Aviation Organization

সদর দপ্তর : মন্ট্রিল, কানাডা।

সদস্য সংখ্যা : ১৯২।

বাংলাদেশ ICAO এর সদস্য পদ লাভ করে ১৯৭৩ সালে।

 

আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থা (IMO)

পূর্ণরূপ: International Maritime Organization

সদর দপ্তর : লন্ডন, যুক্তরাজ্য।

সদস্য সংখ্যা : ১৭৩।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা (IFAD)

পূর্ণরূপ: International Fund for Agricultural Organization (IFAD)

সদরদপ্তর : রোম, ইতালি।

বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)

পূর্ণরূপ: World Meteorological Organization

সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড।

প্রতিষ্ঠাকাল : ১৯৫০, পূর্বসূরী সংস্থা WMO (১৮৭৩)

 

আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি (IAEA)

পূর্ণরূপ: International Atomic Energy Agency

সদর দপ্তর : ভিয়েনা, অস্ট্রিয়া।

২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
সদস্য সংখ্যা : ১৭০।

 

জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (UNIDO- United Nations Industrial Development Organization)

সদরদপ্তর – অস্ট্রিয়ার ভিয়েনায় ও বিশ্ব মেধা সংস্থার (WIPO – World Intellectual Property)

সদরদপ্তর – সুইজারল্যান্ডের জেনেভায়।

জাতিসংঘ উদ্বাস্ত বিষয়ক হাই কমিশন (UNHCR)

পূর্ণরূপ : United Nations High Commissions for Refugees

সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড।

শান্তিতে নোবেল পুরস্কার পায় ১৯৫৪ এবং ১৯৮১ সালে।

জাতিসংঘ উন্নয়ন ও বাণিজ্য কর্মসূচী (UNCTAD)

পূর্ণরূপ : United Nations Conference On Trade and Development

সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP)

পূর্ণরূপ : United Nations Environment Programme

সদর দপ্তর : কেনিয়ার নাইরোবিতে।

প্রতিষ্ঠাকালঃ ৫ জুন, ১৯৭২

বিশ্ব পরিবেশ দিবসঃ ৫ জুন।

UNFPA

সদরদপ্তরঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

UNIFEM

সদরদপ্তরঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ পরিবেশবাদী সংস্থা (IPCC)

পূর্ণরূপ : Inter Government Panel On Climate Change

১৯৮৮ সালে UNEP ও WMO এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।

IPCC এর সদস্য হতে হলে UNEP ও WMO এর সদস্যপদ থাকা লাগে।

IPCC এর প্রকাশিত রিপোর্ট UNFCCC কে সমর্থন করে।

বিশ্বমেধা সংক্রান্ত সম্পদ সংস্থা (WIPO)
World Intellectual Property Organization

পূর্ণরূপ: World Intellectual Property Organization

সদরদপ্তর : জেনেভা

বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

আন্তর্জাতিক সংস্থা বিষয়ক প্রশ্ন

আন্তর্জাতিক সংস্থা বিষয়ক প্রশ্ন জাতিসংঘের পূর্বে ’লীগ অব নেশনস’ এর জন্ম কোন সালে? উঃ ১৯২০ …