আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ

প্রশ্ন: বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?

উঃ কমনওয়েলথের।

প্রশ্ন: বাংলাদেশ কবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?

উঃ ১৯৭২ সালের ১৮ এপ্রিল ।

প্রশ্ন: বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?

উঃ ৩৪তম। (সূত্র : কমনওয়েলথ এর অফিসিয়াল ওয়েবসাইট www . thecommonwealth. org)

প্রশ্ন: বাংলাদেশ কমনওয়েলথে যােগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল?

উঃ পাকিস্তান।

প্রশ্ন: বাংলাদেশকে কবে জাতিসংঘের ‘স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে?

উঃ ১৯৭২ সালের ১৭ অক্টোবর।

প্রশ্ন: বাংলাদেশকে কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উঃ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ।।

প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

উঃ ১৩৬ তম।

প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে?

উঃ ২৯তম।

প্রশ্ন: কোন দেশ বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ ‘ভেটো ক্ষমতা প্রয়ােগ করে?

উঃ চীন।

প্রশ্ন: বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কবে প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?

উঃ ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর ।

প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন কবে?

উঃ ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।

প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে কততম অধিবেশনে প্রথম বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন কবে?

উঃ ২৯তম অধিবেশনে।

প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ইসলামি সহযােগিতা সংস্থা (OIC)-এর কততম শীর্ষ সম্মেলনে প্রথম যােগদান করেন?

উঃ পাকিস্তানের লাহােরে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনে।

প্রশ্ন: বাংলাদেশ ইসলামি সহযােগিতা সংস্থা (OIC)-এর কোন সম্মেলনে সদস্যপদ লাভ করে?

উঃ পাকিস্তানের লাহােরে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনে।

প্রশ্ন: বাংলাদেশ কবে ‘ইসলামি সহযােগিতা সংস্থা (OIC)-এর সদস্যপদ লাভ করে?

উঃ ১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি।

প্রশ্ন: বাংলাদেশ ইসলামি সহযােগিতা সংস্থা (OIC)-এর কততম সদস্য?

উঃ ৩২তম

প্রশ্ন: ইউনেস্কোর কততম অধিবেশনে ২১-শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘােষণা করে?

উঃ প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম অধিবেশনে।

প্রশ্ন: ইউনেস্কো ২১-শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করে কবে?

উঃ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।

প্রশ্ন: ২১-শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে প্রথম পালন করা কবে?

উঃ ২০০০ সালে।

প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদে ২১-শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় কবে?

উঃ ২০১০ সালের ২১ অক্টোবর; ৬৫ তম অধিবেশনে ।

প্রশ্ন: সুন্দরবনকে “বিশ্ব ঐতিহ্য’ বা World Heritage’ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?

উঃ ইউনেস্কো।

প্রশ্ন: ইউনেস্কো কবে সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্য বা World Heritage’ হিসেবে ঘােষণা করে?

উঃ ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর।

প্রশ্ন: ইউনেস্কো সুন্দরবনকে কততম বিশ্ব ঐতিহ্য বা World Heritage’ হিসেবে ঘােষণা করে?

উঃ ৭৯৮তম।

প্রশ্ন: বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ‘Memory of the World’ হিসেবে স্বীকৃতি দেয় কোন সংস্থা?

উঃ ইউনেস্কো।

প্রশ্ন: ইউনেস্কো কবে ৭ই মার্চের ভাষণ’-কে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি প্রদান করে?

উ: ৩০ অক্টোবর, ২০১৭।

প্রশ্ন: বাংলাদেশকে ‘নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা?

উঃ বিশ্বব্যাংক।

প্রশ্ন: বিশ্বব্যাংক কর্তৃক বাংলাদেশ কবে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি লাভ করে?

উঃ ১ জুলাই ২০১৫ সালে।

প্রশ্ন: বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে কোন সংস্থা?

উঃ জাতিসংঘ।

প্রশ্ন: জাতিসংঘ কবে বাংলাদেশকে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেয়?

উঃ ১৬ মার্চ ২০১৮ সালে।

প্রশ্ন: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন শুরু হয় কবে?

উঃ ১৯৭২ সালে।

প্রশ্ন: বাংলাদেশকে কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়?

উঃ ১৯৮৬ সালে ।

প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতিত্ব করে?

উঃ ৪১ তম।

প্রশ্ন: বাংলাদেশর পক্ষে কে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম সভাপতিত্ব করেন?

উঃ হুমায়ন রশীদ চৌধুরী।

প্রশ্ন: বাংলাদেশকে কবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয়?

উঃ ২০০১ সালে ।

প্রশ্ন: বাংলাদেশপক্ষে কে প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন?

উঃ আনােয়ারুল করিম চৌধুরী।

প্রশ্ন: বাংলাদেশ এই পর্যন্ত কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের/স্বস্তি পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল?

উঃ ২ বার।

প্রশ্ন: বাংলাদেশ কোন সময়ের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল?

উঃ প্রথমবার: ১৯৭৯-১৯৮০মেয়াদে, দ্বিতীয়বার: ২০০০-২০০১ মেয়াদে।

প্রশ্ন: বাংলাদেশ প্রথম কবে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ করে?

উঃ ১৯৮৮ সালে (ইরাক-ইরান যুদ্ধে)।

প্রশ্ন: বাংলাদেশ প্রথম জাতিসংঘের কোন শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে?

উ : UNIIMOG

প্রশ্ন: জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?

উঃ এস. এ. করিম (সৈয়দ আনােয়ারুল করিম)।

প্রশ্ন: জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?

উঃ ইসমাত জাহান।

প্রশ্ন: জাতিসংঘে বাংলাদেশের চাদার পরিমাণ কত?

উঃ ০.০১ শতাংশ ( ১০০ ভাগের ১)।

প্রশ্ন : বাংলাদেশ কত সালে ইসলামি সহযােগিতা সংস্থার (OIC) সদস্যপদ লাভ করে?

উ : ১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি ।

প্রশ্ন : বাংলাদেশ কবে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদস্য পদ লাভ করে?

উত্তর : ১২ নভেম্বর ১৯৭৩।

প্রশ্ন : বাংলাদেশ কত সালে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সদস্য হয়?

উ : ১৯৯৫ সালের ১ জানুয়ারি ।

প্রশ্ন : বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

উত্তর : বিশ্বব্যাংক।

প্রশ্ন : বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় কবে?

উত্তর : ১৯ মার্চ ১৯৭২।

প্রশ্ন : বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত বছরের জন্য?

উত্তর : ২৫ বছরের জন্য।

প্রশ্ন : গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

উত্তর : ১২ ডিসেম্বর ১৯৯৬।

প্রশ্ন: ‘ফোবানা কী?

উঃ আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের একটি বেসরকারী সংগঠন।

প্রশ্ন: বাংলাদেশ স্যাটেলাইটের যুগে প্রবেশ করে কবে?

উঃ ৫৭তম দেশ হিসেবে, ২০১৮ সালের ১২ মে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ:

Commonwealth- ১৮ এপ্রিল, ১৯৭২

IMF- ১৭ আগস্ট, ১৯৭২।

World Bank(IBRD)- ১৯৭২ সালের ১৭ আগস্ট

UN – ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪

UNESCO- ২৭ অক্টোবর, ১৯৭২

ILO- ১৯৭২

WHO- ১৯৭২

IAEA – ১৯৭২

GATT- ১৯৭২

IDA- ১৯৭২

UNCTAD- ১৯৭২

Colombo Plan (কলম্বাে প্ল্যান)- ১৯৭২

NAM – ১৯৭৩

FAO- ১৯৭৩

ADB- ১৯৭৩

Red Cross & Red Crescent- ১৯৭৩

OIC- ২৩ ফেব্রুয়ারি, ১৯৭৪

IDB- ১৯৭৪

G-77- ১৯৭৬

FIFA- ১৯৭৬

INTERPOL- ১৯৭৬

IFAD (International Fund for Agriculture
Development) – ১৯৭৭

WIPO- ১৯৮৫

ICC (International Cricket Council)-এর সহযোগী সদস্য- ১৯৭৭

ICC (International Cricket Council)-ওয়ানডে ক্রিকেটের স্ট্যাটাস লাভ- ১৯৯৭ সালের ১৫ জুন

ICC (International Cricket Council)-টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস লাভ- ২০০০ সালের ২৬ জুন

ICC-এর পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ-২৬ জুন, ২০০০

Olympic(IOC)- ১৯৮০

CIRDAP- ১৯৮৭

WTO (World Trade Organization)- ১৯৯৫ সালের ১ জানুয়ারি।

BIMSTEC- ১৯৯৭

D-8- ১৯৯৭

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর সদস্যপদ লাভ করে- ২০১০

ASEM- ২০১২

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে কেবল পরীক্ষায় আসার …