আজও ভারতে করোনায় আক্রান্ত সংখ্যা প্রায় ২০ হাজার

ডেস্ক রিপোর্ট, ঢাকা;  ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৯ হাজার ৪৫৯ জন। আর ওই সময়ের মধ্যে ৩৮০ জন মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮ জন। যারমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ১০ হাজারের বেশি।

ইতিমধ্যে ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২১ হাজার মানুষ। ভারতে মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪৭৫ জনের।

গোটা ভারতে ২৪ ঘণ্টায় করোনার রেকর্ড সংক্রমণের সঙ্গে সঙ্গে দেশটির মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার অতিক্রম করলো। সেখানে করোনায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। গোটা দেশে কন্টেইনমেন্ট জোনও বেড়েছে।

ভারতের রাজধানী দিল্লিসহ একাধিক জায়গায় গণকরোনা পরীক্ষা শুরু হয়েছে। কয়েকদিন আগেই দেশের সর্বাধিক করোনা সংক্রামিত ৮ রাজ্যের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। তাতে রয়েছে পশ্চিমবঙ্গও।

অন্যদিকে, করোনা মোকাবিলায় আসামের পথে হেঁটে মণিপুর সরকারও ১৫ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে মণিপুরে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা হায়দরাবাদেও লকডাউন ঘোষণা করার কথা বলেছেন।

আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে লকডাউন নিয়ে সিদ্ধান্ত নেবে তেলঙ্গানা সরকার-ও।

এদিকে করোনা আক্রান্ত হয়ে ভারতের মধ্যে গুজরাটে মৃত্যুর হার সর্বাধিক বলে জানা গিয়েছে। ভারতে করোনা সংক্রমণ একদিকে যেমন বাড়ছে অন্যদিকে তেমন সুস্থ হয়ে ওঠার হারও বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ সোমবার (২৯ জুন) সকাল সাড়ে আটটা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি দুই লাখ ৪৩ হাজার ৮৫৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৩ হাজার ৬৩৪ জন। এছাড়া বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৪ হাজার ৪১০ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১৮৪ জন। এছাড়া করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৫৩ হাজার ৪৯৫ জন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ ( ২৯ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৭৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪১ হাজার ৮০১। আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৭  হাজার ৮৩৭ টি যা গতদিনে ছিল ১৮ হাজার ৯৯ টি । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৫৭ হাজার ৭৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। তার মধ্যে ৩৬ জন পুরুষ ও ৯ জন নারী।

আমাদের বাণী ডট কম/২৯ জুন ২০২০/পিপিএম

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …