ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ৮১ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধূরী নাদেল। উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম।
অন্য যারা পদ পেলেন:
অর্থ ও পরিকল্পনা: বেগম ওয়াসিকা আয়শা
তথ্য ও গবেষণা: ড সেলিম মাহবুব
শ্রম ও জনশক্তি: হাবিবুর রহমান সিরাজ
উপ প্রচার: আমিনুল ইসলাম
উপ দপ্তর: সায়েম খান
সদস্য: আবুল হাসনাত আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তোফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠান্ডু, বদরুদ্দিন আহমেদ কামরান, দিপঙ্কার তালুকদার, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, আক্তার জাহান (রাজশাহী), ডা. মুশফিক (হবিগঞ্জ), অ্যাড. রিয়াজুল কবির কাওসার, মেরিনা জামান কবিতা, পারভিন জামান কল্পনা, হোসনে আর লুৎফক ডালিয়া- রংপুর, অ্যাডভোকেট সফুরা খাতুন, অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানী চিনু, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমেং আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা
এছাড়া একটি সাংগঠনিক সম্পাদক, তিনটি সদস্যপদ সহ বাকি আরো কয়েকটি সম্পাদকীয় পদ পরে ঘোষণা করা হবে।