অ্যামাজনে বাংলাদেশের পতাকার আদলে অন্তর্বাস

বাংলাদেশের পতাকার আদলে তৈরি বিকিনি, হাফপ্যান্ট, জাঙ্গিয়া বিক্রি করছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স সাইট অ্যামাজন। যেখানে আইন্যান্স, লিঙমেই, সেটফ্ল্যাগসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের পতাকার আদলে তৈরি অন্তর্বাস ও হাফপ্যান্ট বিক্রির বিজ্ঞাপন দিয়েছে।

সাইটটিতে প্রবেশ করে সার্চ অপশনে ইংরেজিতে ‘বাংলাদেশ ফ্ল্যাগ’ লিখে সার্চ দিলে এসব পণ্যের ছবি দেখা যাচ্ছে। ১৪ থেকে ২৭ ডলারে বিক্রি হচ্ছে এসব অর্ন্তবাস ও হাফপ্যান্ট। অন্তর্বাস সবোর্চ্চ ২৭ দশমিক ৯৯ ডলার ও পুরুষের হাফপ্যান্ট সবোর্চ্চ ২১ দশমিক ৯৯ ডলার মূল্যে বিক্রি হচ্ছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বাংলাদেশিরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন নিজেদের ফেসবুকে।

বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)- এ বলা হয়েছে, জাতীয় পতাকাকে পোশাক হিসেবে ব্যবহার করা যাবে না, এমনকি গায়েও জড়িয়ে রাখা যাবে না।

২০১০ সালের সংশোধিত পতাকা বিধিমালায় বলা হয়, জাতীয় পতাকার ব্যবহার বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের পতাকা ও তার নকশা ব্যবহার করে পোশাক তৈরি ও বিপণন দেশের আইনের লঙ্ঘন। ফলে আমাজনের কিংবা ওই প্রতিষ্ঠানগুলোর এ ধরনের কাজ বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার পর্যায়ে পড়ে।

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …