বিজ্ঞ আইনজীবীদের সাথে নিয়ে নৌকার প্রচারনায় যুবলীগ চেয়ারম্যানের সহধর্মিনী যূথী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ম‌নো‌নীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে প্রচারণায় নেমেছেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ  আইনজীবীরা। প্রচারণায় নামা এসব আইনজীবীদের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিষ্টার ফজলে নুর তাপসের বড় ভাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যন শেখ ফজলে শামস পরশের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী ।

 

মঙ্গোলবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টন ও ফকিরাপুলের বিভিন্ন মার্কেট, শপিং কমপ্লেক্স, ফুটপাত ও রিক্সাওয়ালাদের মাঝে তাপসের পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা এবং লিফলেট বিতরন করেন তারা ।

অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী তার দেবর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের জন্য ভোট প্রার্থনা দোয়া ও সকলের সহযোগীতা কামনা করেন ।

এ সময় তিনি জনসাধানের উদ্দেশ্যে বলেন ঢাকা মহানগর দক্ষিনকে আধুনিক, পরিছন্ন এবং যানজট মুক্ত করা সময়ের দাবি। তাপসকে যদি আপনারা ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে ইনসাআল্লাহ তাপসের হাত ধরে ঢাকা মহানগর আধুনিক, পরিছন্ন ও যানজট মুক্ত শহর হবে।
আর এর জন্য নৌকা মার্কায় আপনাদের মুল্যবান ভোট, দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করছি।

আমাদের বাণী/আ-আ-মা

Check Also

দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান। কভিড-১৯ …