ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনাভাইরাস যেন লাগামহীনভাবে বেড়ে চলেছে। বিশ্বব্যাপী ৫০টির বেশি দেশ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছে। যদিও চীনে এর প্রাদুর্ভাব দিন দিন হ্রাস পাচ্ছে। তবে, অন্যান্য দেশে ক্রমশ বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
গত বছরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণের বিষয়ে জানা যায়। এই ভাইরাস বর্তমানে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বব্যাপী ২ হাজার ৮০০ এরও বেশি লোক করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে। একইসাথে অর্ধশত দেশের ৮৩ হাজারের ও বেশি লোক সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।
যে দেশগুলি করোনভাইরাসের সংক্রমণের বিষয়ে নিশ্চিত করেছে তাদের মধ্যে অন্যতম হলো: অস্ট্রেলিয়ায় ২৩ জন, আলজেরিয়ায় একজন, আফগানিস্তানে একজন, বাহরাইনে ৩৩ জন, চীন ৭৮ হাজার ৪৯৭ জন, দক্ষিণ কোরিয়া এক হাজার ৭৬৬ জন, ফ্রান্সে ৫৭ জন, জার্মানিতে ২৬ জন, ভারতে ৩ জন, ইরানে ৩৮৮ জন, ইরাকে ৬ জন, ইসরাইলে ৩ জন, ইতালিতে ৬৫৯ জন, জাপানে ১৮৯ জন ও ডায়মন্ড প্রিন্সেস জাহাজের যাত্রী ৭০৫ জন, কুয়েতে ৪৩ জনসহ আরো প্রায় ৪০টি দেশে ১ হাজারের ও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত। সুত্র; আলজাজিরা
আমাদের বাণী ডট কম/২৯ ফেব্রুয়ারি ২০২০/টিপি